নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

মামা বিরক্ত হয়ে বললেন, "তোর আর ফোন দিতে হবে না

০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:১৮

মামাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে মধ্যবাড্ডা আসতেই ফোন বেজে উঠলো।

রিসিভ করলাম।

"হ্যালো আসসালামু আলাইকুম?"

"অলাইকুম সালাম।"

"কে মামা?"

"হুম আমি। তোর মা কে একটু দে তো কথা বলবো।"

"তোমার প্লেন এখনও ছাড়ে নি?"

"কোন প্লেনের কথা বলছিস?"

"মালয়েশিয়ার প্লেন।"

"আরে গাধা আমি তো মালয়েশিয়া থেকেই ফোন করছি। খাওয়া ধাওয়া করে টিভি দেখতে বসছি।"

"কও কি, দেখলাম তো বাংলাদেশি নাম্বার?"

"ইন্টারনেট থেকে ফোন দিছি। দে তোর মাকে দে। আর শোন, তুই এখন কি করছিস?"

"জ্বি ঘুমাইতাছি।"

"এই সন্ধ্যা বেলা ঘুমাস? শরীর খারাপ করছে না-কি? যা উইঠা তোর মাকে দে...."

"ইয়ে মামা, আমি তো বাসায় নেই।"

"বাসায় নেই মানে, কোথায়? সন্ধ্যা বেলায় কোথায় ঘুমাস?"

"মধ্যবাড্ডা জ্যামে আটকে আছি। এখনও বাসায় পৌছতে পারি নাই। আর মিনিট চল্লিশেক লাগতে পারে। বইসা থাইকা কি করমু। তাই ঘুমাইতাছি। বাসায় পৌছেই তোমাকে ফোন দিব, এই নাম্বারে ফোন দিলে পাবো তো....?"

মামা বিরক্ত হয়ে বললেন, "তোর আর ফোন দিতে হবে না।":P

বলেই লাইন কেটে দিলেন।:)





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৭

অপূর্ণ রায়হান বলেছেন: =p~ =p~ =p~ :P
ঈদের শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.