নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

"আ রে আহাম্মক আণ্ডা কি আমরা মুখ দিয়া দিবার কইসি নি হে...??

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৮

দুপুরে দুই আঙ্কেলকে সাথে নিয়ে ঈদের নাটক দেখছিলাম। নাটকের নাম "বিশ্ব মুণ্ডু দিবস"।

নাটকের ভেতরই খবরের সময় চলে এলো। খবর দেখতে লাগলাম।

খবরের মাধ্যমে জানতে পারলাম- আজ "বিশ্ব আণ্ডা দিবস"।

বাংলাদেশ "আণ্ডা" ব্যবসায়ী সমিতির সভাপতি খুব দু:খিত গলায় বলছেন- বর্তমানে আণ্ডার উৎপাদন বেড়ে যাওয়ায় আণ্ডা নিয়ে দারুণ চাপে আছেন তারা। কেননা আগের তুলনায় মানুষ আণ্ডা খাওয়া অনেক কমিয়ে দিয়েছে।

আঙ্কেলদের একজন চিৎকার করে বলে উঠলেন,- আরে ব্যাটা বারোটা গরম আণ্ডা "বিশ্ব মুণ্ডু দিবস"র নির্মাতা রে দিয়ে দেস না, তাইলে ই তো কিছুটা চাপ কমে।

২য় আঙ্কেল স্বাভাবিক গলায় বললেন, তোমার কথা ঠিক। তবে এই ঈদে যতগুলান নির্মাতা মাথা-মুণ্ডু বিহীন নাটকের নামে "ফাটক" বানাইয়া আমাগো লগে মসকারা করছে, তাদের প্রত্যেক রে গুণে গুণে বারোটা করে গরম আণ্ডা দিলে চাপ অনেক বেশি কমবে।

আমি বললাম, আঙ্কেল, এত আণ্ডা খাইলে তো তারা মোটা হইয়া যাইবো।

দু'জন এক সঙ্গে ধমক দিয়ে বললেন, "আ রে আহাম্মক আণ্ডা কি আমরা মুখ দিয়া দিবার কইসি নি হে...??


বিদ্র: আণ্ডা = ডিম।






মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.