নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

কোথায় হারিয়ে গেল সেই সব দিনগুলি আজ হায়, কোথায় হারিয়ে গেল....

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৮

গাইড়াল ভাই? কই যাও?

দূরের গাঁও।

ফিরবা কখন?

সন্ধ্যা যখন।

সন্ধ্যায় আইসা?

সন্ধ্যায় আইসা ঘাঁটে বইসা করবো গোসল মাখবো গায়ে লাইফবয়.....

লাইফবয়?

হ হ লাইফবয়।

স্বাস্থ্যকে রক্ষা করে লাইফবয়, লাইফবয় যেখানে স্বাস্থ্য সেখানে। লাই.....ফ বয়, লাই.......ফ বয়.........।

এটি বাংলাদেশ বেতারে প্রচারিত একসময়কার জনপ্রিয় একটি বিজ্ঞাপন।

আজ এক যুগেরও বেশি সময় হলো রেডিও শোনা হয় না আমার। অথচ একসময় এই রেডিও শিথানের কাছে নিয়েই ঘুমিয়ে পড়তাম। অনুরোধের আসর শুনতাম। সৈনিক ভাইদের জন্য প্রচারিত দুর্বার শুনতাম। সিনেমার উপর দশ মিনিটের বিশেষ অনুষ্ঠান শুনতাম। বেবি লজেন্স, লালবাগের হাসমার্কা নারিকেল তেল, নাবিস্কো বিস্কুট, তিব্বত ঘামাচি পাউডার, সানলাইট ব্যাটারি নিবেদিত পনের মিনিটের অনুষ্ঠান শুনতাম......।

অনুরোধের আসরে প্রিয় গানের অনুরোধ করে চিঠি পাঠাতাম। তারপর নিজের নাম আর পছন্দের গান শোনার জন্য কান পেতে থাকতাম।

কোথায় হারিয়ে গেল সেই ন্যাশনাল, প্যানাসনিক, পিলিফস রেডিও গুলো.....। কোথায় হারিয়ে গেল হায়.....

কোথায় হারিয়ে গেল সেই সব দিনগুলি আজ........




















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.