নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

যখন তিনি প্রেসিডেন্ট হন নি....

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৩২

অনেক দিন আগেকার কথা। তখন প্রেসিডেন্ট হননি তিনি। গুলশান-২ এর মোড়ে জ্যামের মধ্যে আটকে আছি আমরা দুজন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মাসটা ভাদ্র কিংবা আশ্বিন হবে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। আমার গাড়ির ডান পাশে তাঁর গাড়ি। আমার ড্রাইভার এর বাড়ি ছিল কিশোরগঞ্জ।

সে আমাকে দেখিয়ে বলল, "চার দেখুইন যে দেখুইন যে, আমরার হামিদ চা্ব।"

আমি ঘাড় বাকিয়ে দেখলাম। শান্ত সৌম্য চেহারর একজন মানুষ বসে আছেন ভিতরে। বিরক্তির ভাবলেশ মাত্র নেই চেহারায়।

হাত উঠিয়ে সালাম করলাম আমি। শিশুদের মতো হেসে হাত তুলে আমার সালামের জবাব দিলেন। একটা পথশিশু ফুলের মালা বেচার জন্য দৌড়ে এলো। তিনি গাড়ির গ্লাস নামিয়ে ছেলেটির হাত থেকে ফুল নিলেন। তার হাতে একটা নোট গুজে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন।

শিশুটি খানিক সময় অবাক চোখে তাকিয়ে রইল। নিজেই নিজের হাতটা একবার মাথায় বুলিয়ে নিল। তার হয়তো বিশ্বাস হচ্ছিল না........।

এমন সময় সিগনাল ছেড়ে দিল। আস্তে আস্তে গাড়ি সামনের দিকে এগুতে শুরু করলো।

আমি পলকহীন দৃষ্টিতে মহান নেতার গাড়িটির দিকে তাকিয়ে রইলাম। যতক্ষণ না সেটি দৃষ্টির আড়াল হলো.........


এত এত খারাপ রাজনীতিকদের ভিড়ে এ মানুষটি সত্যিই বিস্ময়কর বটে।


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৫৯

জুয়েলইসলাম বলেছেন: একেবারে বাংলাদেশ হিসেবে খারাপ বলেন নাই

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৫

আহসান২০২০ বলেছেন: তিনি এখন পুতুল হয়ে গেছেন। রিমোট টিপলে কথা বলেন, সাইন করেন, হাগু করেন ইত্যাদি।

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সেটা ওনার দোষ নয়। এ পদটিই তো এমন। পাওয়ার লেস।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: মানুষটা আদতে খারাপ না , যথেষ্ট ভালো । কিন্তু প্রেসিডেন্ট হিসেবে তার কোন ভূমিকা আদৌ আছে কি না ( বিভিন্ন সেমিনারে যাওয়া আর ফেসভ্যালু ছাড়া ) আমি সন্দীহান ।

ভালো থাকুন ।

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আমিও আপনার সাথে একমত। এটা ব্যক্তির নয়। দোষ পদের। বাংলাদেশের প্রেসিডেন্ট বরারবই নাচের পুতুল।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৫

নিজাম বলেছেন: সত্যিই বটে! কিন্তু আমরা যদি এই ভাল মানুষদের কদর না করি ধীরে ধীরে পৃথিবী থেকে ভাল মানুষের সংখ্যা কমতে শুরু করবে।

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না। এটাই স্বাভাবিক।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৩

শ. ম. দীদার বলেছেন: ''for every scoundrel! There is a hero that for every selfish politician, there is a dedicated leader''
- ''Abraham Lincoln’s letter to his son’s teacher''; Abraham Lincoln

৬| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সুন্দর উদাহরণ দিয়েছেন। ধন্যবাদ।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

কলমের কালি শেষ বলেছেন: তিনি ভাললোক সবাই বলে । তবে বাংলাদেশের রাজনীতিতে ভাল লোকের মূল্য নাই । :(

৮| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২০

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: একজন ভালো লোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.