![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
আমার চাইনিজ ক্রেতাকে সাথে নিয়ে বাসার ডাইনিং এ বাংলা খাবার খেতে বসেছি। খাবার শেষে প্লেটের কানায় মুখ লাগিয়ে "ফুরুৎ ফুরুৎ" করে অবশিষ্ট ডাল আর ঝোল খেতে দেখে হা করে তাকিয়ে আছেন তিনি।
"ফুরুৎ ফুরুৎ" শব্দ শুনে আমার দিকে ভূড়ু কুচকে খানিক তাকালেন। তারপর জিজ্ঞেস করলেন, "হোয়াট ইজ দিজ ব্রাদার?"
আমি হেসে বললাম, "দিস ইজ ফিনিশিং বস।"
"ফিনিশিং! দা সাউন্ড ইজ সো হরিবল.....!"
"ইয়েস বস, উই লাইক দিস ফিনিশিং উইথ দিস সাউন্ড ভেরি মাচ।"
"ইউ লাইক দিস!" বিস্ময়ের সীমা নেই চাইনিজের চোখে।
"ইট ইজ ভেরি টেস্টি বস। ইউ ক্যন ট্রাই ফর ওয়ান টাইম......।"
"ও রিয়েলি.....?"
"ইয়েস বস।"
চাইনিজদের কিউরিসিটর সীমা নেই। আমার কথা শুনেই তিনি ট্রাই করতে শুরু করলেন। এবং মারাত্মক ধরা খেলেন। প্লেটের কানা বেয়ে ডাল আর ঝোলে তার টিশার্টখানা ভিন্ন রঙ ধারণ করলো....
আমি তাড়াতাড়ি টিস্যু এগিয়ে ধরে বললাম, "সরি বস, সরি বস। দিস ইজ মাই ফল্ট, ইউ শুড নট ট্রাই ইট.....।
চাইনিজ মুখ কালো করে বললেন, " ওহ নো। আই কান্ট ডু দিজ লাইক ইউ.....। ইউ মাস্ট টিচ মি...।"
"ওকে বস, হয়েন নেক্সট টাইম ইউ কাম, আই উইল টিচ ইউ...."
চাউনিজ অতৃপ্তি নিয়ে টেবিল থেকে উঠে হাঁটতে লাগলেন। হাঁটছেন আর বিড় বিড় করে বলছেন, "ইউ বাংলাদেশি পিপল সো কিউট! সো কিউট.....!"
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৭
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: উঁহু, ফুরুত ফুরুত...
২| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: "ফুরুৎ ফুরুৎ"
"হোয়াট ইজ দিজ ব্রাদার?"
- "দিস ইজ ফিনিশিং বস।"
"ফিনিশিং! দা সাউন্ড ইজ সো হরিবল.....!"
"ইয়েস বস, উই লাইক দিস ফিনিশিং উইথ দিস সাউন্ড ভেরি মাচ।"
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৮
হাবিবুর রহমান জুয়েল বলেছেন:
৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০২
সজীব বলেছেন:
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৯
হাবিবুর রহমান জুয়েল বলেছেন:
৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
এমএম মিন্টু বলেছেন:
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০
হাবিবুর রহমান জুয়েল বলেছেন:
৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
তূর্য হাসান বলেছেন: দারুন মজা পাইলাম ভাই।
৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৪
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা রইলো ভাই।
শুভকামনা।
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪১
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইলো...ধন্যবাদ।
৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৫
কলমের কালি শেষ বলেছেন:
বেফক মজা পাইলাম ।
৮| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪২
হাবিবুর রহমান জুয়েল বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
খেলাঘর বলেছেন:
বকবক