নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আর সে তো একটা কুকুর মাত্র....

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৮

কুঁই কুঁই শব্দ করে খোড়াতে খোড়াতে আমার পায়ের কাছে মাথা রেখে শুয়ে পড়লো ভুলু। ভুলুর সাথে আমার পরিচয় বেশি দিনের নয়। তবুও খুব অল্প দিনেই ভালো সখ্যতা গড়ে উঠে আমাদের মাঝে।

মায়াময় আর অতি করুণ দৃষ্টিতে ভুলু তাকিয়ে আছে মাটির দিকে। তাকিয়ে হয়তো ভাবছে ভুলু- এই পৃথিবীর মানুষ কতটা নির্মম আর নিষ্ঠুর হলে তার পা টা এভাবে ভেঙ্গে দিতে পারে!

ছলছল দৃষ্টিতে একবার আমার দিকেও তাকালো ভুলু। । আমি দীর্ঘশ্বাস ছাড়লাম।

একবার জিজ্ঞেস করলাম- কে মেরেছে রে ভুলু? কোন জানোয়ার ভাঙ্গলো তোর পা টা?
ভুলু ল্যাজ নাড়লো। তার চোখের কোণে জল জমে এসেছে। শান্ত শীতল দৃষ্টিতে আবারও মাটির দিকে তাকালোও সে।
খানিক তাকিয়ে থেকে শোয়া থেকে উঠে খোড়াতে খোড়াতে অন্য দিকে হাঁটতে লাগলো।

ভুলু হয়তো জানে না, তার মতোই নির্মম আর নিষ্ঠুরতার স্বীকার হয়ে কতো মনুষ্য সন্তান এখানে ভাঙ্গা পা নিয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে কিংবা খুড়িয়ে খুড়িয়ে হাঁটছে প্রতিনিয়ত।

আর সে তো একটা কুকুর মাত্র......।





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৪

দীপংকর চন্দ বলেছেন: ভালো লিখেছেন।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.