![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
"কে?"
"বড়দা আমি।"
"আমি কে?"
"জ্বি বড়দা আমি।"
"আরে ব্যাটা আমি টা কে?"
"জ্বি আমি।"
"আরে কে কোথায় আছিস? এই মধ্যরাতে কোন হারামজাদা এসেছে আমার ঘুম ভাঙতে! লাথি মেরে তাড়া শালাকে।"
"আমি ছাড়া আপনার ডাক আর কেউ শুনতে পাবে না বড়দা।"
"মানে? কি বলছিস তুই?"
"মানে কিছুই না।"
"কই কোথায় তুই? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আলো জ্বলতেই ভেগে গেলি নাকি?"
"না বড়দা। এই তো আমি এখানে। আপনার শিথানের কাছে।"
"কই দেখতে তো পাচ্ছি না। কোথায় তুই?"
"এই তো বড়দা আছি এখানেই।"
"এত এত সিসি টিভি আর সিকিউরিটি গার্ডের ফাঁক গলে কি করে ঢুকলি তুই ভিতরে?"
"আমায় কেউ দেখতে পায় না বড়দা।"
"কি! কে তুই বদমাস? আমার সাথে বদমাসি করছিস? আমায় ভয় দেখাচ্ছিস?"
"আজ্ঞে না বড়দা।"
"তুই জানিস? আমি এই দেশের একজন.....।"
"আজ্ঞে জানি বড়দা।"
"কে তুই? আমার সাথে ভূত ভূত খেলছিস? তুই জানিস আমার বালিশের নিচে একটা লোডডে রিভালবার আছে?"
"আজ্ঞে জানি বড়দা।"
"যা আমি এখন ঘুমাবো। আমার ঘুমপাচ্ছে। ডিস্টার্ভ করিস না।"
"আজ্ঞে আপনাকে নিতে এসেছি বড়দা।"
"আমাকে নিতে এসেছিস?"
"আজ্ঞে হ্যা।"
"বলিস কি রে? তোর সাহস তো কম নয়! কে তুই হ্যা? কে তুই? কে তুই? চুপ করে আছিস কেন? ঐ হারামজাদা? কে হ্যা? কি ব্যাপার কথা বলছিস না কেন? কে তুই? কে? কে? কে?"
"আই এম নো বডি...............।"
©somewhere in net ltd.