![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
সেই কখন থেকে কানের কাছে ভন ভন করছে চার পাঁচটা মশা।
বাম গালের উপর বসা একটাকে এক চড়ে কুপোকাত করে ফেললাম। রক্তে হাতের তালু লাল হয়ে গেল। মশার রক্তে হাত রাঙানোর আনন্দই আলাদ।
লুঙ্গিতে হাত মুছে ল্যাপটপে মন দিলাম। খানিক বাদে চেয়ে দেখি, আমাকে ঘিরে ধরেছে মশকের দল। এতক্ষণ ছিল পাঁচ ছ'টি । এখন দেখি সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। পিন পিনে হূল ফুটিয়ে চলছে পুরো শরীরজুড়ে।
ঝাকে ঝাকে মশকের দল ধেয়ে আসছে আমার দিকে। আমাকে ঘিরে তারা উল্লাস করছে। গান গাইছে। তাদের একজনকে আমি নিহত করেছি, তার প্রতিশোধ নিতে এভাবে ছুটে এসেছে তারা। মশাদের ধর্মও দেখছি, কাকের মতো। এতদিন কাকের ইউনিটির কথা জানতাম। আজ দেখলাম, মশার ইউনিটি।
পিঁপড়াদের ইউনিটির কথাও আমাদের জানা আছে। আছে মৌমাছি, ভীমরুলে ইউনিটির কথাও। কেউ বিতলামি করে মৌমাছি কিংবা ভীমরুলের চাকে ঢিল ছুড়লেই এদের ইউনিটি টের পাওয়া যায়।
মশাদের এই ইউনিটি দেখে মনে হলো- আহা রে! এদের মতো বাঙালির ইউনিটি টাও যদি এমন স্ট্রং হতো.....।
©somewhere in net ltd.