নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

"আপনার গা থেকে কেমন যেন ভোদকা একটা গন্ধ আসছে দুলাভাই।"

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৪৪

আজ অফিসে এসে গল্প করছিলেন একজন। গতকাল সারাদেশ যখন বিদ্যুৎ বিহীন অন্ধকারে নিমজ্জিত, তখন তিনি মালিবাগে তার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শ্বশুর বাড়ি গিয়ে ভীষণ চাপ অনুভব হওয়ায় দৌড়ে বাথরুমে গেলেন। কৃতকর্ম শেষে কল ছেড়ে দেখেন পানি নেই। ফ্ল্যাশ ট্যাংকের বাটনে যতবার চাপ দেন। তত বারই ফোস ফোস শব্দ বের হয়। তার মানে ফ্লাশ ট্যাংকও ফাঁকা।

টিস্যু খুঁজতে গিয়ে দেখেন- খালি রোলটা কাৎ হয়ে পড়ে আছে। বেচারা চিন্তায় পড়ে গেলেন। কাউকে ডাকবেন তাও পারছেন না। প্রায় আধ ঘন্টা বসে থাকার পর মাথায় বুদ্ধি এলো। পকেটে হাত দিয়ে পকেট থেকে রুমাল বের করলেন। রুমাল দিয়ে টিস্যুর কাজ সেরে তা কমোডের ভিতর ফেলে বের হয়ে এলেন।

টেনশানে ঘেমে নেয়ে একাকার অবস্থা বেচারার।

বের হতেই শালিকা দেখে বলল- দুলাভাই এনি প্রবলেম?

"নো নো, নো প্রবলেম" হাসির ভান করে বললেন দুলাভাই।

"পানি ছাড়া বাথরুমে এতক্ষণ কি করলেন দুলাভাই?"

"কই না তো কিছু না। অযু করতে চেয়েছিলাম, আসরের নামাজ পড়বো তো তাই।"

"আপনার গা থেকে কেমন যেন ভোদকা একটা গন্ধ আসছে দুলাভাই।"

"ঘামের গন্ধ। ঘেমে টেমে কি অবস্থা দেখ না?"

"ও আচ্ছা।"

"ইয়ে এক জগ পানি দিতে পারো? অযুটা সেরে নেই।"

"এক জগ হবে না। তয় এক মগ দিতে পারি। কলস থেকে খাবারের পানি ঢেলে দিতে হবে। পানির খুব ক্রাইসিস যাচ্ছে।"

"আচ্ছা তাই দাও।"

শালিকা পানি নিয়ে আসলে বেচারা বাথরুমে ঢুকে আধামগ দিয়ে কোনো রকম কমোড ক্লিয়ার করলেন। আর আধামগ দিয়ে দায়সারাভাবে শৌচকর্ম সারলেন।

গল্পটা শুনে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবার উপক্রম হয়েছিল আমার।










মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

আমিনুর রহমান বলেছেন:



=p~ =p~ =p~ ... বেচারা :(

২| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

জামান শেখ বলেছেন: =p~ =p~ =p~ =p~

৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

রহস্৪২০ বলেছেন: =p~ :( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.