![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
৩ নভেম্বর ১৯৭৫ । নিকষ কালো অন্ধকারময় মধ্যরাত। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় বুলেটবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন চারজন মানুষ। স্বাধীন সারবভৌম লাল-সবুজ পতাকার জন্য প্রাণপণ লড়ে যাওয়া চারজন জাতীয় বীর। আঁধারভরা কালো রাতে চারজন নিরাপরাধ মানুষকে নির্মমভাবে বুলেট বিদ্ধ করেছিল হায়েনার দল।
সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দিন আহমেদ। ক্যাপ্টেন এম. মনসুর আলী। আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামান।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া নির্ভীক, সৎ, দুরদৃষ্টি সম্পন্ন এই চারজন মানুষ যদি বেঁচে থাকতেন, হয়তো বাংলাদেশ এগিয়ে যেত আরও বহুদূর। এগিয়ে যেতাম আমরা।
নি:শ্বার্থ ভাবে দেশ ও মানুষর জন্য লড়ে যাওয়া হে জাতীয় বীর, আমরা গর্বিত আপনাদের নিয়ে। আমরা গর্বিত আপনাদের মতো পুর্বপুরুষ নিয়ে......।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৭
মামুন রশিদ বলেছেন: বিনম্র শ্রদ্ধা!