![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
বেশ ক'বছর আগের কথা। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের উদ্দেশ্যে ব্যাগ কাঁধে ফার্মগেটের ফুটপাত ধরে হাঁটছি।
পেছন থেকে একটি মধু কণ্ঠের ডাক ভেসে এলো। অতি সুরেলা কণ্ঠ।
"এক্সিউজ মি ভাইয়া?"
তড়িৎ গতিতে পেছন ফিরে তাকালাম।
"আপনার চেইন খোলা।"
আমি দ্রুত জায়গা মতো হাত দিলাম। কই সবই তো ঠিক আছে!
"সরি আমি ব্যাগের চেইনের কথা বলছি।"
"ও আচ্ছা, থ্যাংক্যু।" আমার ঠোঁটে লাজুক হাসির রেখা ফুটে উঠলো। চেয়ে দেখি, সত্যিই ব্যাগের একটা চেইন "হা" করে খুলে আছে।
মেয়েটি স্বাভাবিক ভাবে হেঁটে চলে গেল। তার ব্যবহৃত পারফিউমের মিষ্টি গন্ধ অনেকক্ষণ আমার মাথার ভেতর ঝিম ঝিম করতে লাগলো।
গতসপ্তাহের ঘটনা।
স্মার্ট নারী ব্যাংকারের সামনে বসে আছি আমি। পারফিউমের ঝাঁঝালো গন্ধে অস্থির অবস্থা। কাজের ফাঁকে হঠাৎ তিনি বলে উঠলেন-
"আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই। ঠিক করে ধরে বসুন। চেইন কিন্তু খোলা।"
তাৎক্ষণিক মাথা নিচু করে জায়গা মতো হাত নিতেই দেখি, সব তো ঠিকই আছে! মহিলা কয় কি!
স্মার্ট ব্যাংকার দুষ্টু হেসে বললেন, "আমি ব্যাগের কথা বলছি। ব্যাগের চেইন খোলা। ঠিক মতো ধরে বসুন।"
"থ্যাংক্স"
সেই লাজুক হাসির রেখা ফুটে উঠলো আমার ঠোঁটে......। অনেকক্ষণ ঝিম মেরে বসে রইলাম।
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৬
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭
অপূর্ণ রায়হান বলেছেন:
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
হাবিবুর রহমান জুয়েল বলেছেন:
৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৪
সুমন কর বলেছেন: ছি ছি:::
৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৪
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: দান দান তিন দান, তিন নম্বরে কিন্তু প্যান্টের চেইনই খোলা থাকতে পারে । সাধু সাবধান।
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
হাবিবুর রহমান জুয়েল বলেছেন:
৫| ০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২
তাসজিদ বলেছেন: মজা পাইলাম না
৬| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৯
হাবিবুর রহমান জুয়েল বলেছেন:
৭| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪
মাঘের নীল আকাশ বলেছেন: অতি পুরাতন কিছু আবার নতুন করে শুনলাম!
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:২৯
কাহাফ বলেছেন: মজা পাইলাম পড়ে.................