![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
আব্বা সবসময় তিনটি কথা বলতেন কিংবা এখনও বলেন-
১) কারও হক নষ্ট করবি না।
২) আমানতের খেয়ানত করবি না।
৩) ধৈর্যের সাথে পরিশ্রম করে যাবি।
তাহলেই তুই সফল। তোকে আর পেছন ফিরে তাকাতে হবে না।
কেননা এ তিনটি বিষয়কে বুকে ধারণ করেই তিনি আজকে সফলদের কাতারে সামিল হয়েছেন। এই শহরের বুকে দিনের পর দিন অর্থাভাবে অর্ধাহারে কাটাতে হয়েছে যাকে। আমার সেই আব্বা এই শহরের বুকে আজ শত শত মানুষের কর্মসংস্থান করতে সক্ষম হয়েছেন। আজ তিনি হালাল রুজিতে অনেকের অনুকরনীয় একজন সফল মানুষ।
আর আমি?
হুম, আব্বার ফর্মুলা মতোই চলছি। এবং আল্লাহর অশেষ রহমতে। মাত্র তিন বছরে আলাদাভাবে শ'তিনেক লোকের কর্মসংস্থান করতে সক্ষম হয়েছি। আমি জানি, এই সমাজ ও দেশের প্রতি আমার কিছু দায়বদ্ধতা রয়েছে। একজন মানুষ হিসেবে জন্ম নেয়ার ফলে আপনা আপনিই কিছু দায়-দায়িত্বি আমার কাঁধের উপর এসে বর্তিয়েছে। আমি জানি, আমার গন্তব্য বহুদূর।..
তবে আমি নিশ্চিত। আমার সেই দূর গন্তব্যে আব্বার ঐ তিন ফর্মুলাই আমাকে পৌঁছে দিবে......। ইনশাল্লাহ।
©somewhere in net ltd.