![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
প্রতিদিনই যন্ত্রদানব কেড়ে নিচ্ছে কোন না কোন তাজা প্রাণ। বিশিষ্ট কারও মৃত্যু হলে তার খবর হয়তো আমরা পাই। কিন্তু অবিশিষ্ট কারও প্রাণ গেলে তার খবর কানে আসে না আমাদের।
গতকাল মেরুল বাড্ডায় একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ যায় মিনিবাসের ধাক্কায়। তার ক'দিন আগে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিল ঘাতক যন্ত্রদানব। তার আগে ঢাকার মীরপুরে আরেক শিক্ষার্থীর প্রাণ কেড়ে নেয়।
প্রখ্যাত নির্মাতা তারেক মাসুদ, ও সাংবাদিক মিশুক মুনির এর মৃত্যুর পর কিছু হম্বি-তম্বি আমাদের দৃষ্টি গোছর হয়েছে।
কয়েকদিন যাবার পর সব হম্বি-তম্বিই গর্তের ভেতর ঢুকে গেছে।
সর্বশেষ বিশিষ্ট সাংবাদিক জগলুল হায়দার চৌধুরীর মৃত্যুর পর কিছুটা হম্বি-তম্বি গোছরিভূত হচ্ছে। জানি, কিছুদিন পর যেই লাউ সেই কদুই হবে।
কথা হচ্ছে এর প্রতিকার কি?
এভাবে আর কতোকাল একের পর এক যন্ত্রদানবের কাছে অকালে আত্মসমর্পণ করতে হবে আমাদের?
এর কি কোনও প্রতিকারই নেই?
কর্তাব্যক্তিরা কী বলেন???
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: একটি স্থায়ী ও আধুনিক সমাধানের প্রয়োজন ।।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১১
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ শিক্ষিত তরুনদের এ পেশায় আসতে হবে। পাশাপাশি ঐ মন্ত্রী কাম লেবার নেতার ক্ষমতা কমাতে হবে~! ড্রাইভারের শাস্তির কথা উঠলেই তিনি ঢাল তলোয়ার নিয়ে নেমে যান। শাস্তি হলেই এরকম খুন বন্ধ হতো।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২
মুগলী নন্টে বলেছেন: শিক্ষিত তরুনদের এই পেশায় আসতে হবে।