![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
বউ ফেসবুক ঘাটতে ঘাটতে একসময় কিছু একটা দেখানোর জন্য আমাকে ডাকছে।
আমি উবুত হয়ে কাগজ কলম নিয়ে স্ট্যাটাসের খসড়া লিখছি।
"এই দ্যাখো দ্যাখো"
"কি?"
"আরে দেখই না।"
"কি?"
"তোমাকে একটা ছবি দেখাবো।"
"আমার ভাল্লাগছে না- তুমিই দেখ।"
"তাকাও কইতাছি, নাইলে তোমার খাতা-কলম ছুইড়া ফালামু।"
বাধ্য হয়ে মাথা তুললাম।
"কই দেখাও, কি দেখাইবা?"
বউ "তাহসান" এর একটা ছবি দেখিয়ে বলল, "দেখ কি কিউটট মাশাল্লাহ।"
আমি গম্ভীর কণ্ঠে "হুম" বলে আবার লেখায় মনযোগ দিলাম।
"কি ব্যাপার তুমি কিছু বললা না ক্যান?"
"কি বলবো?"
"কিউট না?"
"চেহারার মধ্যে "ভ্যাদা মাছের" একটা ভাব আছে।"
"কি বললা?"
"ভ্যাদা মাছ, মানে মেনি মাছ। মানে হাব্দা-গোব্দা। ঐরকম ভ্যাদামাছ টাইপ চেহারা নিয়া মিথিলার মতো এত্ত সুইট মায়াবী চোখের একটা মেয়েরে কেমনে পটাইলো আল্লাহ মালুম।"
অগ্নিতে ঘৃত পড়িয়াছে!
"তাহসান ভ্যাদামাছ? মিথিলা সুইট? তার চোখ মায়াবী?"
কবি নীরব।
"কী কথা কও না ক্যান...?? কথা কও না ক্যান? "
আমি উবুত হয়ে আবার লেখায় মনো নিবেশ করলাম। নীরব থাকাই শ্রেয়.....
০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: কবি নীরব....
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭
আহসানের ব্লগ বলেছেন: তারপর মাইরা লায় নাই? :-D
০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সে কথা আর বলতে আছে!!
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
অপূর্ণ রায়হান বলেছেন:
বাক্রুদ্ধ!
০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
হাবিবুর রহমান জুয়েল বলেছেন:
বাক্রুদ্ধ! আমিও!!
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: তারপর ???