![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
কয়েকদিন আগে ছোট্ট একটি লাল-সবুজের পতাকা কিনে আলমারিতে ভাজ করে রেখে ছিলাম।
আজ সকালে সেটি নামিয়ে বারান্দায় টানিয়ে দিলাম।
বদ্ধ আলমারি থেকে বের করতেই যেন সেটিতে নতুন প্রাণ সঞ্চারিত হলো।
টানানো মাত্রই উল্লাস আর উচ্ছ্বাস নিয়ে ফুরফুরে বাতাসে উড়তে শুরু করে দিলো...।
আনন্দ আর আবেগে চোখে জল নেমে এলো। আমার ছেলে করুণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার মুখের দিকে। বাবার চোখের জলের রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে সে।
খানিক বাদে দেখলাম, তার মায়াময় ক্বচি চোখ দুটো টলমল করছে। জল গড়িয়ে পড়তে আর বেশি বাকি নেই যেন।
ওকে কোলে নিয়ে গ্রিলের ফাঁক দিয়ে ঝকঝকে নীল আকাশের দিকে তাকিয়ে রইলাম। তিনটা গাঙছিল ডানায় ভর করে ঘুরপাক খাচ্ছে একের পর এক। সামনের মাঠজুড়ে কি সুন্দর ঝলমলে সোনালি রোদ। আজকের আকাশটাকে কেন যেন অনেক বেশি স্বচ্ছ আর উজ্জ্বল মনে হচ্ছিলো।
হেসে ছেলের কপালে চুমু খেলাম। সেও পাল্টা চুমু খেতে শুরু করলো আমায়। যদিও তখনও তার দৃষ্টি খুঁজে ফিরছিল কোনো এক অজানা রহস্য....
আমরা পিতা-পুত্র দাঁড়িয়ে আছি বারান্দায়। গ্রিলের সাথে মুখ লাগিয়ে একেবারে।
ওদিকে উড়েই চলছে, উড়েই চলছে আমার ছোট্ট লাল-সবুজের পতাকা......
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২১
সাদা মনের মানুষ বলেছেন:
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৭
কলাবাগান১ বলেছেন: এই পতাকাটাকে কিভিবে খাবলে খুচিয়ে ধরেছিল রাজাকারের দল... ভাবলেই ক্রোধের আগুন জ্বলে উঠে........
এই প্রান ছোয়া লিখা টি পড়ে দেখুন...... কি নিদারুন অবিচার হয়েছিল বাংলা মায়ের উপর
http://www.ittefaq.com.bd/aboard/2014/12/16/8978.html
যুদ্ধু শিশুকে আমরা জায়গা দেই নাই ...লজ্জা কে লুকানোর জন্য????
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার আবেগ....
লাল সবুজের পতাকা উড়ুক সবার অন্তরে....
বিজয়ের শুভেচ্ছা....
ভালু থাকুন বাপ বেটা ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আজ লাল সবুজ পতাকা উড়ুক ।