![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
ছেলেটিকে দেখলে দারুণ মায়া হয় আমার। বড় বড় মায়াময় চোখে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে শুধু।
আমাদের বাড়িটা যে কারণেই হওক খুব পছন্দ ওর। তাই প্রায়ই বাসা থেকে বের হলে আমাদের বাড়ির সামনে চলে আসে ও। নিচে গার্ডদের সাথে নানা ধরনের খুনসুটিতে মেতে থাকে।
আমি বের হবার সময় মাঝে-মধ্যে দেখা হয়ে যায়।
"কি ব্যাপার কেমন আছ?" বলতেই নিজ্বস ভঙ্গিতে হেসে ওঠে।
হাসির সাথে থুতনি বেয়ে লালা পড়তে থাকে অবিরত।
ওর বাবা পুলিশের সাব ইন্সপেক্টর। প্রতিবন্ধী ছেলেকে সামলানোর জন্য দুইজন মেয়ে আর একজন ছেলে রেখেছেন। যাদের পেছনে মাসে ব্যয় হয় প্রায় দশ হাজারেরও বেশি।
তিনি যে বাসাটিতে থাকেন তার ভাড়া বিশ হাজার। সব কিছু মিলিয়ে তার মাসিক খরচের হিসেব করতে গেলে চিন্তায় পড়তে হয় বটে।
এই লোকটির সাথে যখনই আমার দেখা হয়, কি এক অজানা কারণে মুখ ঘুরিয়ে নেন তিনি।
আমার কেন যেন প্রায়ই মনে হয়, পিতার কর্মদোষের ফল বয়ে বেড়াচ্ছে নিষ্পাপ নিরাপরাধ এই পুত্র।
অবাক হই যখন দেখি, ঘুষের টাকায় তিনি তার আদরের অসুস্থ সন্তানটির জন্য নিত্য নতুন কিছু না কিছু কিনে আনছেন।
অবাক না হয়ে পারি না সত্যি.....
©somewhere in net ltd.