![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
আমরা তো বিটিভিই দেখতে চেয়েছিলাম। তবে কেন বিটিভি আমাদের বঞ্চিত করলো?
একমাত্র "ইত্যাদি" ছাড়া এখন আর বিটিভি দেখা হয় না আমাদের কারও।
কেনও??
একটি জনপ্রিয় অর্থবহ চ্যানেল থেকে বিটিভিকে দিনকে দিন মেজাজ খারাপ করা অথর্ব চ্যানেলে পরিবর্তন করলো কারা??
এর জবাব কে দেবে?
বিটিভি? না-কি রাষ্ট্র?
আজ বিটিভির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে এ প্রশ্নটির উত্তর জানা খুব দরকার আমাদের।
জানি এর উত্তর মিলবে না কোনও দিন।
তবুও প্রাণঢালা অভিনন্দন বিটিভিকে.....। বেঁচে থাকুক বিটিভি সবার হৃদয়জুড়ে।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: বিটিভি কে অভিনন্দন।।
ধন্যবাদ আপনাকেও