![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
খানিক বুঝতে শেখার পর থেকেই বাবা ছেলেকে আদর করে বলেন, " বাবা তোমাকে কিন্তু অমুকের মতো হতে হবে... হুম। একচুল এদিক সেদিক হওয়া চলবে না।"
"জ্বি আব্বা। জীবন দিয়ে ট্রাই করবো।"
মা একটু জাঁঝালো কণ্ঠে বলেন, "আর যাই করো বাপু, তোমাকে কিন্তু অমুকের মতো হতেই হবে। কোনও রকম উল্টা পাল্টা চলবে না। সাফ সাফ বলে দিচ্ছি।"
"জ্বি আম্মা। জীবন দিয়ে ট্রাই করবো।"
ছেলের প্রেমের বয়স হয়েছে।
প্রেমিকা নাঁকি সুরে বলে, "অঁমুকের বঁয়ফ্রেন্ড তঁমুক ওঁকে কঁত্ত লাঁভ করে। ওঁকে কঁত্ত সঁময় দেয়। তুঁমি তঁমুকের মঁতো হঁইতে পাঁরো নাঁ??"
"হি হি।"
"বেঁয়াক্কেলের মঁতো হাসো ক্যাঁনো?"
"হি হি।"
ছেলের বিয়ের বয়স হয়েছে। সে বিবাহ কর্ম সম্পাদন করেছে।
বউ বলে, "অমুক ভাইকে দেখছো? বউর কত্ত কেয়ার নেয়। ভাবী যা চায় তা-ই কিনে দেয়। যেখানে মন চায় সেখানে ঘুরতে নিয়ে যায়। আমার কপাল পোড়া। বিয়েটা যদি অমুক ভাইর সাথে হইতো! আচ্ছা তুমি অমুক ভাইর মতো হইতে পারো না?"
ছেলে দীর্ঘশ্বাস ছাড়ে।.....
একদিন ছেলের বাচ্চা-কাচ্চা হয়।
বাচ্চা-কাচ্চা বলে, "আচ্ছা বাবা, তুমি অমুকের বাবা তমুক আংকেলের মতো নও কেন?? তুমি তমুক আংকেলের মতো হতে পারো না?"
ছেলের চোখের কোণে জল চিক চিক করে।...
এই পৃথিবীতে কেউই "তাকে" তার নিজের মতো নিয়ে সুখি নয়। সবাই চায় সে অমুক কিংবা তমুক হওক। কেউ চায় না সে সবার চেয়ে আলাদা হবে। সে শুধুই নিজের মতো হবে। সে যা আছ, তা নিয়েই সবাই গর্ব করবে, সুখি হবে......।"
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৭
নীলপরি বলেছেন: