![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
আমার প্রাইমারি স্কুলের জীবনটা ছিল সবচেয়ে বেদনাময়। প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হতে ১০ টাকার প্রয়োজন ছিল। সরকারি স্কুল হলেও হেড স্যারের ধার্য করা নিয়ম ছিল এটা। ১৯৮৮ সালের কথা। সেই দশটি টাকা পাইনি আমি। তাই প্রথম শ্রেণিতে টানা দুই বার থেকে যেতে হয় আমায়।
আমার বড় ফুফু এখনও সেই কথা বলে আফসোস করেন। মাঝে মধ্যে কেঁদেও ফেলেন।
এ কথাটি ভাবতে সত্যিই ভালো লাগে না আমার। তবুও নিজের অজান্তে প্রায়ই ভাবনায় চলে আসে।
তবে হ্যা, ভাবতে ভালো লাগছে যে, এই গত মাসেও অর্থাভাবে দ্বিতীয় বর্ষের ভর্তি ফি দিতে না পারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই, আমারই সহযোগিতায় দ্বিতীয় বর্ষের ভর্তি ফি পরিশোধ করে।...
অবাক করার মতো বিষয় না?
সেই আমি। একসময়ের সেই হতভাগা আমি। ছেলেটির মুখের দিকে তাকিয়ে যেন নিজের সেই প্রাইমারি জীবনের অসহায়ত্বের ছবিই দেখতে পেলাম।
সেদিন সেন্ট্রাল লাইব্রেরির সামনের বড় নিমগাছটার নিচে দাঁড়িয়ে কথা বলছিলাম আমরা দুজন। পাশে দাঁড়িয়ে ছিল আরেক ছোট ভাই। যে কিনা ওকে আমার কাছে নিয়ে এসেছিল একদিন।
ছেলেটি আমার হাতটা শক্ত করে ধরে ছিল অনেকক্ষণ। আমি তার পিঠ চাপড়ে বললাম, "গো এহেড"......
অনেক ভালো না লাগার মাঝেও কিছু ভালো লাগার বিষয় থাকে পোড়া এই জীবনে....হুম....
©somewhere in net ltd.