![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
গতকাল রাত সোয়া চারটায় শেষ করলাম আমার নতুন "উপন্যাস" লেখার কাজ।
ভেবেছিলাম এবার মেলায় নুতন কোনও লেখা দিবো না। তারপরও "কাকলী প্রকাশনি"র ব্যবস্থাপক ইমরান ভাইর অনুরোধে উপন্যাসটি শেষ করতে হলো।
তিনি অনুনয় করে বলেছেন, আমি যেন লেখালেখির ধারাবাহিকতা নষ্ট না করি। তাঁর অনুরোধ রক্ষার্থেই লেখাটি শেষ করতে বাধ্য হলাম। কেননা এই লোকটি আমার লেখার এক প্রকার অন্ধভক্ত।
"মায়ার কাজল" পড়ে একদিন রাত তিনটা বাজে ফোন দিয়ে কান্নাভেজা কণ্ঠে বললেন-"ভাই এ মুহূর্তে আপনাকে ছুঁয়ে দেখতে ই্চেছ করছে....।"
আমি অবাক হয়ে জানতে চাইলাম "এই রাতে। কেন ভাই?"
তিনি জবাব দিলেন, "জানি না ভাই। তবে আগামী কাল অবশ্যই আপনি বাংলাবাজার এসে আমার সাথে দেখা করবেন।"
তারপর জানতে পারলাম, উপন্যাসের নায়িকা বিলুর জন্য তার বুকের ভেতরটা হু হু করছে। বিলুর জন্য কেঁদে কেটে অস্থির অবস্থা বেচারার। শুনে মোটেও অবাক হইনি। কেন না বিলুও জন্য কেঁদেছি আমি নিজেও...।
এই মায়ার কাজলের জন্য প্রিয় ধ্রুব এষ আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। সে গল্প আরেকদিন বলবো।
...........................................
জানি না শেষ পর্যন্ত নুতন লেখাটি আলোর মুখ দেখবে কিন। উপন্যাসের নামটি এ মুহূর্তে বলতে চাচ্ছি না। আগে প্রচ্ছদ হওক তারপর জানাবো।.....
সবার দোয়া কামনা করছি।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হে হে হে....
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
ডি মুন বলেছেন:
নতুন উপন্যাসের জন্যে অনেক অনেক শুভকামনা রইলো জুয়েল ভাই
ভালো থাকুন।
শুভ হোক আগামী দিনগুলো
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই।....
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:২২
ওয়্যারউলফ বলেছেন: দোয়া রইল । সাথে শুভেচ্ছা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২২
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই..।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
কলমের কালি শেষ বলেছেন: শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৯
খেলাঘর বলেছেন:
লেখকের ইচ্ছায় নয়, প্রকাশকের ইচ্ছায় লেখা?
ইমারান ভাই পড়ুগগে, আমি কিছু জানি না।