![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
বুঝ হবার পর থেকে দেখে আসছি- হরতাল, অবরোধ, কারফিউ কোনও কিছুই আব্বাকে ঘরে আটকে রাখতে পারে নি।
তিনি সকাল আটটার ভেতর বাসা থেকে বের হয়ে যেতেন।
এরশাদের আমলে কারফিউ চলছে। গুলি চলছে। সারা দেশে অচলাবস্থা।
তাতে কী হয়েছে?
তিনি সকাল সাতটায় বের হয়ে রামপুরা থেকে হাঁটতে হাঁটতে গেণ্ডারিয়ায় চলে গেছেন। তখন গেণ্ডরিয়ায় তাঁর সাইট চলছে। কারফিউর ভেতর দিয়ে যেতে না-কি মোটেও ভয় লাগেনি তাঁর। মোটেও না।....
হরতাল অবরোধে তাঁর কর্মস্পৃহা যেন আরও বেড়ে যায় বহু গুনে।
আজ সকালেও তিনি আমার আগেই বাসা থেকে বের হয়ে গেছেন। সারা দেশ গভীর আতঙ্ক ও ভয়ে ডুবে আছে- তাতে কোনও ভুরুক্ষেপ নেই তাঁর।
তিনি সবসময় একটি কথাই বলেন, "এসব নিয়েই আমাদের জীবন। জীবনে সফল হতে হলে এসব মোকাবেলা করেই আমাদের চলতে হবে।"
.....আজ যারা বাসায় বসে পেয়াজ, মরিচ ও সরিষার তেল দিয়ে মুড়ি মাখানো খেতে খেতে টিভি দেখেছেন। এ লেখাটি তাদের জন্য।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার বাবার মত কর্মক্ষম এবং পরিশ্রমী মানুষ আমাদের বড় প্রয়োজন।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮
নিশি পাগল বলেছেন: ভাল লাগলো,,,,,,,,,,,,,,,,