![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
চলতি পথে কারও ঢিলের আঘাতে গায়ক ফুয়াদ আল মুক্তাদির এর গাড়ির কাঁচ ভেঙ্গেছে। তাঁর স্ত্রী শরীরে গ্লাসের গুড়া পড়েছে । এতে তিনি ক্ষুব্ধ হয়ে বলেছেন ,
" Fuck this bloody hell hole, and its politics, and everything about it! ... I am done here."
গায়ক ফুয়াদ আল মুক্তাদির এর নাম শুনলেও তাকে আমি ভালো মতো চিনি না। তার গান কখনো শুনেছি বলে সনাক্ত করতে পারছি না। বর্তমানের অনেক শিল্পীর গানই শোনা হয় না আমার।
......আমার এক জাপানী বন্ধু আছে। নাম ইউতারো। আমরা সময় পেলেই একসাথে আড্ডা দেই। কফি খাই। ও ওর গালফ্রেন্ড এর গল্প শোনায় আমাকে। আমি বেশ আরাম করে সেই গল্প শুনি।
বাংলাদেশের একটি কোম্পানিতে চাকরি করে ইউতারো। গেলবার যখন ছুটিতে জাপানে গিয়েছিল ও। সেখান থেকে আমাকে একটি মেইল পাঠালো। সেখানে সে লিখেছে, বাংলাদেশকে সে খুব মিস করছে....। এখানকার মানুষের কৌতূহল ও ভালোবাসাকে দারুন মিস করছে সে। এ দেশের জন্য তার মনটা ছট ফট করছে বেশ।...
জানি না ইউতারো কী পেয়েছিল এই বাংলাদেশে। নিজ দেশ জাপানে গিয়েও যে কিনা এই দেশটাকে মিস করছিল? মিস করছে এদেশের মানুষগুলোকে।....
প্রশ্নের উত্তরটা ফুয়াদের কাছেই জানতে চাইবো আমি।
শুধু ফুয়াদ নয়, আরও অনেককেই দেখি, দেশ কে গালি দেয়াটা এক ধরণের ফ্যাশন হয়ে গেছে তাদের কাছে।
দেশের তো কোনো দোষ নাই রে ভাই, দোষ যাদের তাদের গালি দিন....। তাদের যা খুশি বলুন। দয়া করে দেশকে তুলে গালি দিবেন না....। একদম না। খবরদার......
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সহমত।