নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আব্বা হাঁটছেন, আর আমি তার পেছন পেছন দৌড়াচ্ছি।....

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

গতকাল রাতে খেতে বসে আব্বা বললেন, "কাল মোনাযাতে যাবি না?"
"জ্বি কোন মোনাযাতে?
"কাল যে আখেরি মোনাযাত হেইডা জানস না?"
"ও আচ্ছা। জ্বি যাবো।"
"লইস, একসাথে যামু নি।"
"জ্বি আচ্ছা।"

সকাল বেলা বউ এক ঝাঁপটায় গায়ের কম্বল ছুড়ে ফেললো।

"আরে হইছে কি? এই সাত সকালে কি শুরু করলা?"
"তাড়াতাড়ি উঠো। এক্ষুণি তাড়াতাড়ি।"
"আরে শীত লাগছে তো।"
"উঠো বলছি- নাইলে ছেচ্রাইয়া খাট থেকে নামাবো।"
"আরে বলবা তো হইছে টা কি?"
"বাবা রেডি হয়ে বসে আছেন। তোমার জন্য।"
"এই সাত সকালে কই যাবেন?"
"আজ যে মোনাযাত ভুলে গেছ?"
"হায় হায় বল কি!"

মনে পড়লো গতকাল রাতের কথা। আব্বা বলেছিলেন, আমাকে সাথে নিয়ে তিনি মোনাযাতে যাবেন। পড়ি মরি করে বিছানা ছেড়ে উঠলাম। আজ আর রক্ষা নাই!

আব্বা জোব্বা পড়ে চোখে সুরমা লাগিয়ে বসে আছেন।

কেইডস পড়ার সময় কই! সেন্ডেল পায়েই ছুটলাম।....

আব্বা আগে আগে। আমি পিছু পিছু। সমস্যা হলো তার সাথে হেঁটে পারছি না। একটু পর পর পিছন ফিরে তাকান আর ধমক দিয়ে বলেন, "কি হাটছ! দৌড়া...।

আব্বা হাঁটছেন, আর আমি তার পেছন পেছন দৌড়াচ্ছি।....

কিছু দূর দৌড়ানোর পর বাপ বেটা মিলে একটা ভ্যানে উঠলাম। আব্বার চোখ মুখে প্রশান্তির হাসি। শুধু খানিক পর পর ভ্যান চালক ছেলেটিকে করুণ সুরে বলছেন, "আহ এইভাবে চালাইলে তো যাইতে পনের দিন লাগবো। একটু প্যাডেল মারো...।"

নাহ পনের দিন লাগে নি। আমরা 'ভ্যান ও দৌড়ানো' মিলে যথা সময়েই পৌছতে সক্ষম হয়েছি।..

মোনাযাত শেষে ফিরলামও ঠিক একই কায়দায়।....

মোনাযাতে সবচেয়ে বেশি যে দোয়াটি করেছি তা হলো, "হে আল্লাহ, আমাদের দেশ ও আমাদের সকলকে তুমি হেফাজত করো।"...








মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০

ইমতিয়াজ ১৩ বলেছেন: ২য় ভাল লাগা।




মোনাযাতে সবচেয়ে বেশি যে দোয়াটি করেছি তা হলো, "হে আল্লাহ, আমাদের দেশ ও আমাদের সকলকে তুমি হেফাজত করো।"... আমিন

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আমিন..

৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

ঢাকাবাসী বলেছেন: আমার আর দেশের হেফাজত কে করবে?

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩

আরমিন বলেছেন: ছোটবেলায় বাবার হাটতে গেলে কিছুক্ষণ পর আমাকেও দৌড়াতে হতো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.