নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

একটি দিন বেঁচে থাকাটাই অবাক ঠেকে বেশ। অবাক না হয়ে পারি না সত্যি-

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭

প্রতিদিন বাসায় ফিরে- মহান আল্লাহ তালার শুকরিয়া আদায় করি। করতে হয়। আরও একটি দিন বেঁচে থাকার জন্য। বড় ভাগ্যবাণ বটে আমরা কেউ কেউ। ...আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে সুস্থ্য ও সুন্দরভাবে বাসায় ফিরে যাবার পর- আরও অনেক হতভাগাদের ভিড়ে বেশ ভাগ্যবাণই মনে হয় নিজেকে। বেশ ভাগ্যবাণ.....।

একটি দিন বেঁচে থাকাটাই অবাক ঠেকে বেশ। অবাক না হয়ে পারি না সত্যি-

"বেঁচে আছি তবে? আরে বলে কি, আমি বেঁচে আছি? আছি তবে বেঁচে??"

"যাক বাবা, আজকের মতো বাঁচা গেল। কাল কি হয় জানি না।"....


প্রতিদিন আল্লাহ রুসূলের নাম নিয়ে বাসার বাহিরে কদম রাখার পর মনে হয়, যেন মৃত্যুপুরির দিকেই হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। দুর্গম আর নিশ্চিত মৃত্যুপথের এক যাত্রি আমি....

...আর সেই মৃত্যুপুরি থেকে কেউ যদি বেঁচে ফিরে, তার আদরের সন্তানকে বুকে জড়িয়ে চুমুতে চুমুতে ভরিয়ে তুলতে পারে- বাবা-মা, ভাই-বোনসহ প্রিয়জনের হাসি মুখটা দেখে প্রশান্তির নিঃশ্বাস ফেলতে পারে- তবে তো অবাক হবারই কথা বটে। দারুণ অবাক হবার কথা নয় ক??...







মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৩

আহলান বলেছেন: মৃত্যুর চিন্তা থাকা তো খুবই ভালো ... আফটার অল বাসার ভিতরে বা বাইরে যে কোন অবস্থাতেই তা সংঘটিত হবে ...আল্লাহর ঈমানের সাথে তার দরবারে ফিরে যাবার তৌফিক দান করুন ...

২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

নূসরাত তানজীন লুবনা বলেছেন: আপনার সাথে একমত আহলান
তবে লেখাটাও ভালো হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.