| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাবিবুর রহমান জুয়েল
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
আজ বলতে দ্বিধা নেই যে একসময় ভালো খেলোয়াড় ছিলাম বটে।
ষোলগুটি ও তিন গুটি তে পুরো গ্রামের "বস" বলা হতো আমাকে।
ধানকাটা শেষ হলে যখন খোলা বিলে গোল্লাছুট খেলতে যেতাম- টানাটানি পড়ে যেত। গোল্লাছুটে আমি ভালো "ডচ" দিতে পারতাম আর ল্যাংও মারতে পারতাম। সে কারণে কদর ছিল বেশ।
দাঁড়িয়াবান্ধায় মাটির সাথে মিশে গিয়ে ভালো "হুইচ্চা" দিতে পারতাম। আমাকে মার্ডার করা কঠিনই ছিল এক প্রকার।
ডাংগুলিতে কত স্টাইলে গুটি মারতাম...। চেগের নিচ দিয়ে গুটি মেরে তাক লাগিয়ে দিতাম।
দারুণ এক কৈশর পার করেছি বটে।
এখনকার কিশোর ও উঠতি তরুণেরা এইসব খেলাগুলোর নামও শুনেনি অনেকে।
সাতচাড়া, মার্বেল, বউচি, মাংস চুড়ি, ইচিংবিচিং,দড়ি লাফ- ইত্যাদি খেলাগুলো হারিয়েই গেছে এক প্রকার।
এখনকার ছেলে মেয়েগুলোর জন্য বেশ খারাপ লাগে। কি এক আজব শৈশব পার করছে তারা।
অনলাইনে পড়ে থেকে থেকে জীবনের অনেক কিছুই অফলাইনে চলে যাচ্ছে তাদের...।
১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭
হাবিবুর রহমান জুয়েল বলেছেন:
![]()
২|
১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫
আরাফআহনাফ বলেছেন: অনলাইনে পড়ে থেকে থেকে জীবনের অনেক কিছুই অফলাইনে চলে যাচ্ছে।
সহমত।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
নস্টালজিক করে দিলেন ভাই।