নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

কথার ফাঁকে দু'বার প্রিয় অভিনেত্রী শমিকায়সার এসে মিষ্টি হাসি উপহার দিয়ে গেলনে...

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

"বর্ষা? বর্ষা?"

"জ্বি খালাম্মা?"

"ইয়ে একটু এদিকে আসবি মা?"

"জ্বি?"

"আমার মোবাইলটা একটু দে তো মা।"


শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের সহধর্মিনী পান্না কায়সার ও তাঁর কাজের মেয়ের মধ্যকার কথোপকথোনগুলো মনযোগ দিয়ে শুনছিলাম আমি।

আজ সন্ধ্যায় পান্না কায়সার এর ইস্কাটনের বাসায় গিয়েছিলাম কোনো এক কাজে।

প্রায় ঘণ্টা দুয়েক চুপচাপ বসে ছিলাম খালাম্মার সামনে। তিনি বলছিলেন, আমি শুনছিলাম শুধু মুগ্ধ হয়ে। এমন একজন মানুষের সামনে চুপচাপ বসে থাকতেও ভালো লাগছিল বেশ।.. .... বেশির ভাগ কথাই বলছিলেন, শহীদুল্লাহ কায়সারের লেখালেখি নিয়ে।

কথার ফাঁকে দু'বার প্রিয় অভিনেত্রী শমিকায়সার এসে মিষ্টি হাসি উপহার দিয়ে গেলনে।...

.....আজকের সন্ধ্যাটি সত্যিই উল্লেকযোগ্য একটি সময় হয়ে থাকবে জীবনে....। সত্যি.....







মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

মহান অতন্দ্র বলেছেন: শমী আমারও খুব পছন্দের একজন অভিনেত্রী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.