নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

কবিতায় পোস্টমর্ডানজিম ফলাইতে যাইয়া ইহার পোস্ট মর্টেম করিয়া ফেলিবেন না দয়া করে.....

২৮ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৯

.......অবেশেষে বিষয়টি রাজনীতি পর্যন্ত গড়াইয়াছে। দেখিয়া অবাক হইলাম না মোটেও। ইহা একটি স্বাভাবিক ব্যাপার বটে। তাহার দলের অনুসারিরা ডাল তলোয়ার হাতে লইয়া পথ আগলাইয়া দাঁড়াইয়াছেন। তাহাকে বাহবা দিয়া সমর্থন দিয়া বিভিন্ন লেখা লেখিয়া হোম পেজ গরম করিতেছেন।



তাহাদের কেহ কেহ প্রশ্ন তুলিয়াছেন যে, আমরা যাহারা সাইদ জামিল এর কবিতার নামে রাস্তার ক্যানভাসারের অশালীন খিস্তিখেউর এর প্রতিবাদ করিয়াছি, তাহারা জীবনে জীবনানন্দের কয়টা কবিতা পড়িয়াছি।...



তাহাদের বলিতে চাহি, কয়টা পড়িয়াছি কি পড়ি নাই তাহার প্রমাণ আপনাদের দেবার কোনও প্রয়োজন আছে বলিয়া আমার মনে হয় না।



অনেকে বলিয়াছেন, বাস্তবে আমরা যেই সব গালিগালাজ ব্যবহার করিতে পারি কবিতায় তাহা আনিলে দোষের কি?



উত্তর হইলো, দোষের কিছু নাই। মহামতি স্যার রসময় তাহার সারা জীবন ব্যাপিয়া তাহার অমর সাহিত্যে বহু রসালো শব্দের ব্যবহার করিয়াছেন। তাহাতে আমরা কোনও দোষ খুঁজিয়া পাই না- দোষ খুঁজিতে যাইও না। আমরা তখনই দোষ দেখিতে পাই যখন, তাহার গদ্য রূপ কে পদ্যে রূপান্তরিত করিতে না করিতেই কেহ একজন "জীবনানন্দ দাশ" পুরুস্কার বগল দাবা করিয়া লয়। পদ্যের নিকটে গদ্যের এহেন পরাজয় মানিয়া নিতে কষ্ট হয়......



কোনও এক জামিল কিংবা কামিল কি লিখিলো তাহাতে আমাদের কোনও আপত্তি নাই। আপত্তি করিবার মতো অতো আজাইরা সময়ও নাই।... আমাদের আপত্তি হইলো প্রথম আলোর মতো স্বনামধন্য এত বৃহৎ একটি প্রতিষ্ঠান কি করিয়া এইভাবে জীবননান্দকে বলদকার করিতে পারিলো??...



রাস্তার ক্যানভাসার তাহার অষুধ বিক্রি করিবারের জন্য অনেক কথাই বলিয়া থাকে, সেটি তাহার একান্ত বিষয়, জামিলের ক্ষেত্রেও তাহাই। সে কি লিখিলো সেটি তাহার বিষয়....। আমারদের বিষয় হইলো প্রথম আলো এবং জীবনানন্দ। প্রথম আলো যদি ইতোমধ্যে বিভিন্ন জায়গায় প্রকাশিত কবিতাগুলো বাদ দিয়া বইখানা ছাপাইয়া থাকেন। ভাবিবো তাহাদের শুভ বুদ্ধির উদয় হইয়াছে। অন্যথায় ইহা বই মেলার মাঠকে অপবিত্র করিয়া ফেলিবে নিশ্চিত।



আশা করি বিষয়টি পরিষ্কার হইয়াছে....।



জামিল বয়সে কনিষ্ঠ তাই তাহাকে একটি কথা বলিবো..., ভাই, কবিতা আর যৌনবর্ধক লতাপাতা বিক্রেতা ক্যানভাসারের ভাষণ এক জিনিস নহে,,,,, কবিতায় পোস্টমর্ডানজিম ফলাইতে যাইয়া ইহার পোস্ট মর্টেম করিয়া ফেলিবেন না দয়া করিয়া.....



মাত্রারিক্ত ভালগারিজম ভালো নহে কোনও কালেও....





আল্লাহ আপনার চিন্তা শক্তিকে আরও বর্ধিত করুক।...



























মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৭

খেলাঘর বলেছেন:


বাংলা একাডেমী, সংস্কৃতি মন্ত্রনালয় বা ঢাকা ইউনিভার্সিটি ছাড়া কেহ বড় কবিদের নামে পুরস্কার দিতে পারার কথা নয়।

২৮ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: বিষয়টি আমার জানা নাই তাই উত্তর দিতে পারিলাম না ভাই...

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

ডট কম ০০৯ বলেছেন: দারুন লিখিয়াছেন দাদা। দারুন চপটোঘাত।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা...ধন্যবাদ দাদা

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৯

ডি মুন বলেছেন:
কোনও এক জামিল কিংবা কামিল কি লিখিলো তাহাতে আমাদের কোনও আপত্তি নাই। আপত্তি করিবার মতো অতো আজাইরা সময়ও নাই।... আমাদের আপত্তি হইলো প্রথম আলোর মতো স্বনামধন্য এত বৃহৎ একটি প্রতিষ্ঠান কি করিয়া এইভাবে জীবননান্দকে বলদকার করিতে পারিলো??...


-------- আমারো একই কথা। মানসিকভাবে অসুস্থ একজন লোক আবোলতাবোল লিখতেই পারে। তাকে পুরস্কৃত করার কিছু নাই।

এখন অবস্থা দেখে মনে হচ্ছে, অহেতুক বিতর্ক সৃষ্টি করার জন্যে এটা করা হয়েছে। কিংবা জামিলের সাথে সাথে প্রথম আলো কর্তৃপক্ষও মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছে।

তাদের মানসিক সুস্থতা কামনা করছি।

আর হ্যাঁ,
রেস্ট ইন পিস বাংলা কবিতা!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.