নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

"ছি ছি ছি অস্তাগফিরুল্লাহ! নাউজুবিল্লাহ! ওয়াক থু! আপনার মুখে থুথু ছিটানো উচিত। কাঁচা মল খাওয়ানো উচিত।"

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়। পুলিশের দৌড়ানি খেয়ে একেবারে র‌্যাবের গাড়ির সামনে এসে উষ্ঠা খেয়ে পড়লাম।

মুখে কালো মাস্ক পড়া একজন আমার শার্টের কলার ধরে টেনে তুললেন।

"ঘটনা কি দৌড়াইতাছেন ক্যান?"
"জ্বি দুই নাম্বার যাবো।"
দুই নাস্বার যাইবেন তো উল্টা দিকে দৌড়াইতাছেন ক্যান?"
"জ্বি সামনে একটা মসজিদ আছে সেখানে যাবে।"
"মিয়া র‌্যাবের সাথে ফাইজলামি করেন?"
"জ্বি না।"
"জ্বি না মানে কি?"
"জ্বি মানে দুই নাম্বার চাপছে।"
"কি! দুই নাম্বার চাপছে মানে? কে চাপছে?"
"জ্বি মানে-"
"কোন দুই নাম্বার যাবেন গুলশান দুই নাম্বার তো?"
"জ্বি মানে-"
"কি মানে মানে লাগাইছেন? আপনার পা খালি ক্যান জুতা কই?"
"জ্বি পুলিশে দৌড়ানি দিছে, ফালাইয়া দৌড় দিছি।"
"হা!! পুলিশে দৌড়ানি দিছে ক্যান?"
"জ্বি আম্রিকান এম্বাসির পাশের ঝোঁপে দাঁড়াইয়া করতে ছিলাম।"
"হা! কি করতে ছিলেন?"
"জ্বি দুই নাম্বার।"
"হা! বলেন কি?"
"জ্বি সত্য কথা।"
"আপনে তো দেখছি বহুত খারাপ লোক। জাত লম্পট!! এক লাথি তে আপনার পাছার হাড্ডি ভাইঙ্গা দেওন দরকার। বাপ চিনাইয়া দেওন দরকার আপনার।"
"জ্বি... আগে কাজটা সারতে দেন, তারপর মারেন।"
"কাজ! কি কাজ?
"জ্বি দুই নাম্বার, নাইলে প্যান্ট নষ্ট হয়ে যাবে।"
"হা! তো কোথায় সারবেন? আশেপাশে জঙ্গল-টঙ্গল নেই তো।"
"জ্বি মসজিদে ব্যবস্থা আছে।"
"হা!! দুই নাম্বার কাজ, তাও আবার মসজিদে??"
"জ্বি এ ছাড়া তো নিরাপদ জায়গা দেখতাছি না।"
"ছি ছি ছি অস্তাগফিরুল্লাহ! নাউজুবিল্লাহ! ওয়াক থু! আপনার মুখে থুথু ছিটানো উচিত। কাঁচা মল খাওয়ানো উচিত।"
"স্যার দয়া করেন, আর পারছি না একদম ফেটে যাচ্ছে...।
"হা!!!! হা!!! শালা মাদার....!!"
"স্যার আর সহ্য হচ্ছে না, এক্ষুনি চলে আসবে।"
"কে চলে আসবে?"
"জ্বি দুই নাম্বার।.... মানে পেশাব..."
"হা!!!!"
"জ্বি খুব পেশাব চাপছে স্যার... আর পারছি না। দয়া করেন...।"
"অ অ অ!!!"..................


মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ভালো লিখেছেন ভাই।মজা পাইছি।

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.