নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

একদিন যাদের কাছে আমরা ছিলাম অসামাজিক ও মূল্যহীন, আজ তারা দেখলে সালাম ঠুকে। কদর করে।......

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪২

....আমার বউ আমাকে প্রায়ই বলে, ছোট্ট একটা জীবনে এতো টাকা দিয়ে কী হবে? এ বয়সে আমি এত লোড নিচ্ছি কেন? কেন আমি আমার নিজের প্রতি কোনো খেয়াল নিচ্ছি না? কেন সকালের নাস্তা খাবার কথা আমার মনে থাকে না? কেন দুপুরের খাবার সন্ধ্যা ৬টার দিকে খাই। কেন রাত ১টা দেড়টায় বাসায় ফিরি? কেন ভোর সাতটা আটটায় তাদেরকে ঘুমে রেখেই বের হয়ে ফ্যাক্টরিতে যাই? কেন সকালে গোসল করলে দেরি হয়ে যাবে বলে, প্রায়ই রাতে গোসল সেরে রাখি। কেন ঈদের দিনও আমি ফ্যাক্টরি ভিজিট করি। কেন হরতাল অবরোধ কোনো কিছুই আমাকে আটকাতে পারে না। ইত্যাদি ইত্যাদি।

আমি তাকে ১৯৯৩ সালের একটা গল্প শুনাই।

৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়েছি। দুপুরে আমার বন্ধুরা হোটেলে বসে ভাত খাচ্ছে, আমি চেয়ে চেয়ে তা দেখেছি। প্রচণ্ড ক্ষুধায় চোখে জ্বল চলে এসেছিল, কিন্তু টাকার অভাবে 'ভাত' খেতে পারি নি। হোটেলেরে দরজা পর্যন্ত গিয়ে ফিরে এসেছি। কেউ কাছে ডেকে বলে নি, আয় তুইও আমাদের সাথে খা। বলেনি কেউ।...

পঞ্চাশ পয়সা বাস ভাড়া মারার জন্য কতো তালবাহানা করেছি এই জীবনে। কতো...। কন্ডাক্টর এর চোখ এড়াবার জন্য একবার বাসের এই মাথায়, আরেকবার ঐ মাথায় গিয়েছি।...

আমার বাবা সঠিক সময়ে বাড়ি ভাড়া দিতে পারেন নি বলে, বাড়ি ওয়ালা বলেছিলেন, "এইভাবে আর কতো দিন...। এইভাবে তো আর চলে না ভাই...।"

....আমার জন্মের সময়কার কথা শুনাই তাকে, ঠিক মতো মায়ের বুকের দুধ পেতাম না বলে। স্বল্প দামে আধাপোয়া করে ছাগলের দুধ রোজ করা হয়েছিল। মাস শেষে সেই টাকা দিতে পারে নি বলে। একসময় দুধ বন্ধ হয়ে যায় আমার জন্য।....

........আর আজ, প্রায় হাজার খানেক পরিবারের 'ভাতে'র ব্যবস্থা আমার বাবা করেছেন।
আমার জন্য রয়েছে আলাদা গাড়ি ও ড্রাইভার। বাবার জন্য আলাদা গাড়ি ও ড্রাইভার।

বাংলাদেশ ব্যাংকে ডলারের যে রিজার্ভ রয়েছে, তাতে সামান্য অবদান আমাদের বাপ-ছেলেরও রয়েছে।..... অভাবের জ্বালা আমি বুঝি। অর্থ না থাকলে কিভাবে অপমানিত আর অপদস্ত হতে হয় তা আমি জানি।

......একদিন যাদের কাছে আমরা ছিলাম অসামাজিক ও মূল্যহীন, আজ তারা দেখলে সালাম ঠুকে। কদর করে।......

আমার কথা শুনে সে কেঁদে ফেলে। অঝোর ধারায় কাঁদে সে।...

জানালার গ্রিল ধরে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার চোখ জোড়াও ভিজে উঠে তারপর...।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩০

রামন বলেছেন: ভাল লাগলো আপনার 'আঙ্গুল ফুলে কলা গাছ' হয়ে যাবার কাহিনী পড়ে। যদি মনে কিছু না করেন, আপনার আব্বু কোন রাজনৈতিক দল করেন বলবেন কি?

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আঙ্গুল ফুলে কলাগাছ হইনি, আমার বাবা চল্লিশ বছর শ্রম দিয়ছেন। পঁচিশ বছর শ্রম দেবার পর ফল পেতে শুরু করেন। আমার বাবা কখনও ভোট কেন্দ্রে জান নি। রাজনীতি করেন না কোনা। ১৯৭৫ সালে ভাগ্য বদলের জন্য ঢাকা আসেন। অক্লান্ত পরিশ্রম ধৈর্য আর সততার সংমিশ্রণে আজকে আমাদের এই অবস্থান। আর হ্যাঁ কারও বাবা সম্পর্কে কথা বলতে হলে প্রথমে সম্মানের সহিত কথা বলতে হয়।.... আপনার মন্তব্যে আমি আঘাত পেয়েছি। ভালো থাকবেন।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১২

পাতা ঝরার দিনে বলেছেন: কষ্টের দিন অতিক্রম করতে পেরেছেন, ভালো লেগেছে। আরও অনেক দূর এগিয়ে যাবেন, এই কামনা করছি :)

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন...

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০০

মুদ্রা সংগ্রাহক বলেছেন: প্রচুর আঙ্গুল ফুলে কলাগাছ যেমনি রয়েছেন ঠিক তেমনি রয়েছেন পরিশ্রম করে ভাগ্য পরিবর্তনকারী। না জেনে না শুনে কাউকে দোষারোপ করা কি ঠিক রামন? শুভাশিস রইল হাবিবুর ...এগিয়ে যান এই দোয়াই করছি

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। দোয়া করবেন যেন শ্রম আর সততার সাথে চলতে পারি.....

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৭

আলাপচারী বলেছেন: স্যালুট।

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই...

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫১

নূসরাত তানজীন লুবনা বলেছেন: অনেকেই আছেন যারা অর্থকে সম্মান করে মানুষকে নয়
আল্লাহ তাদের হেদায়াত দান করুন
আর যারা মানুষকে সম্মান করেন তাদেরকে ধইর্য্য দান করুন
কেননা তারা এ জগতে বড়ই নিরিহ প্রানী


আপনার অতীত স্ম্ররতির জন্য খারাপ লাগলো
তবে বর্তমানের জন্য অনেক অনেক শুভ কামনা
ভালো থাকুন

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন..

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৫

জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: আমি মনে করি কেউ যদি পরিশ্রমী হয় এবং তার উদ্দেশ্য সৎ হয়, সে একদিন না একদিন সফল হবেই।আপনার প্রতি একটাই অনুরোধ, আপনি যে কষ্ট জীবনে পেয়েছেন অন্য মানুষেরা যেন এই কষ্ট না পায় সেজন্য একটু হলেও অবদান রাখবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: দোয়া করবেন ভাই...

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অত:পর.. আরও অনেকের অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন অজান্তেই!!!!!

স্যলুট।

জীবন যুদ্ধে গাজী হতে পেরেছেন বলে। শহীদের খাতায় বহু কোটি কোটি মানুষ তড়পাচ্ছে!

আর দুর্জনের কথায় কষ্ট নেবেন না। তারা ঐ শ্রেণীভূক্ত যারা
......একদিন যাদের কাছে আমরা ছিলাম অসামাজিক ও মূল্যহীন, আজ তারা দেখলে সালাম ঠুকে। কদর করে।......

সো.. সহজ ভাবে নিন।

+++++

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই দোয়া করবেন..

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

অন্যসময় ঢাবি বলেছেন: সেলুট, আপনার বাবা শুধু একজন ব্যাবসায়ি নন, তিনি দার্শনিক ও বটে।

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকবেন..

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১

িমজান১২৩ বলেছেন: onak onak suvo kamona roylo...

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই.. ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.