নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

ভয়ঙ্কর সাতদিন...

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৯

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আমার অতি পছন্দের অভিনেতাদের একজন। একটা সময় ছিল তার অভিনিত ছবি মুক্তি পেলেই পাগলের মতো হলঘরে ছুটে যেতাম।

তো নব্বইর দশকে মুক্তি পেল তার ছবি "ভয়ঙ্কর সাতদিন" অসাধারণ একটি ছবি।

সেখানে ছবির দ্বিতীয় নায়ক ও নায়িকা বিয়ের জন্য বাড়ি থেকে পলায়ন করেন। কিন্তু সমস্যা বাঁধে অন্য জায়গায়- নায়িকার ১৮ বছর পূর্ণ হতে আরও "সাত দিন" বাকি। আর ১৮ বছর পূর্ণ না হলে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারছে না।... এই "সাত দিন" চরম উৎকণ্ঠায় কাটে তাদের। বিভিন্ন জঙ্গলে জঙ্গলে আর বনে-বাঁদারে ঘুরে বেড়ায় তারা।... দিন যতই যায় কিন্তু "সাত দিন" আর শেষ হয় না।

.....বর্তমানে সরকারের "এক সপ্তাহে" কিংবা আগামী "সাত দিনে" সব ঠিক হয়ে যাবে- এমন কথা শুনার পর ইলিয়াস কাঞ্চন অভিনিত সেই "ভয়ঙ্কর সাতদিন"র কথা মনে পড়ে গেল...।

দিন যায়, দিন আসে, কিন্তু পরিতাপের বিষয় ভয়ঙ্কর "সাত দিন" আর শেষ হয় না। এক সপ্তাহ আর শেষ হয় না.......





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২

আরণ্যক রাখাল বলেছেন: ছবিটা দেখতে হচ্ছে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম দেখবেন অবশ্যই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.