নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

জানি এ রহস্যের জট খুলবে না কোনও দিন...... ভালো থাকবেন সাগর ভাই

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২

....মাঝে মাঝে কিছু অদ্ভুত ভাবনা ভাবি আমি । যেমন, কখনও যদি এমন হয় যে আমি এবং আমার বউ এই পৃথিবীতে আর নাই। তখন আমাদের আদরের সন্তানের কি হবে?

কীভাবে কাটবে ওর দিনগুলো? কীভাবে কাটবে ওর রাতগুলো? কীভাবে..??

আমার চোখজোড়া জলে ভিজে ওঠে। কলিজাটা মোচড় দিয়ে ওঠে। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। তবুও এরকম ভাবানা প্রায়ই নিজের অজান্তে মনের মাঝে চলে আসে।

ক'দিন আগে ফেসবুকে কিছু আইডি আনফ্রেন্ডের কাজ করছিলাম। ৫০০০ আইডি থেকে বেছে বেছে আনফ্রেন্ড করা বেশ কষ্ট সাধ্য বিষয়।

ঘাটতে ঘাটতে একসময় সামনে চলে এলো একটি মৃত আইডি। আইডি টি আর কারও নয়, প্রিয় সাংবাদিক, লেখক ও ব্লগার "সাগর সরওয়ার" ভাই'র। বেশ কিছু সময় চুপচাপ বসে রইলাম। আমার সাথে একদিন কীভাবে তার পরিচয় হয়েছিল, সে কথা বলবো না। বলবো না কি জন্য মানুষটি আমার প্রিয় সাংবাদিকদের একজন......।
...........................

আজ সকালে অফিসে এসে সাগর ভাই'র টাইম লাইনে ঢুকলাম। পুরনো লেখাগুলো দেখলাম। ব্লগে ঢুকে কয়েকটি লেখা পড়লাম। প্রিয়পুত্র "মেঘ" কে নিয়ে ০৩ আগস্ট ২০০৮ রাত ১২:২৪ এ লেখা ব্লগটি পড়ার পর চোখ মুছলাম।

...ভালো থাকবেন সাগর ভাই।


.


























মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

আহলান বলেছেন: সেটাই .... কোন এক অদৃশ্য কারণে .......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.