![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
.....আমার ড্রাইভারকে আমি প্রায়ই বলি- "তোমার চেহারা থেইকা তো এখনও গাঞ্জুটির ভাব যায় নাই মিয়া। তুমি কি এখনও আড়ালে আবডালে যাইয়া গঞ্জিকা সেবন করো নি?"
আমার কথা শুনে তার ভাঙা চেহারায় আরও ভাঙনের ছাপ পড়ে। জ্বিভে কামড় দিয়ে বলে- "অস্তাগফিরুল্লাহ। আমার চেহারা জন্ম থেইকাই এমন ছার। চাপায় মাংস নাই।"
আজ অফিসে আসার পথে তাকে বললাম, "ঘটনা কি হে- তোমারে যেন আজকে ক্যামন ক্যামন লাগতাছে?"
সে ভয় ভয় গলায় বলল, "জ্বি...... অসতাগফিরুল্লাহ.... বিশ্বাস করেন ছার..."
কেন না সে ধরেই নিয়েছে আজ যখন তাকে "ক্যামন লাগতাছে?" বললাম। তার মানে তার চেহারা নিয়ে কোনও কটু কথা বলবো আমি।
হেসে বললাম, "তোমারে আজ খুব সুন্দর লাগতাছে... গাঞ্জুটি ভাবটা একদম নাই।"
সে লাজুক হেসে বলল, "কি যে বলেন......আমার চাপাভাঙ্গা চেহারা......."
আমি খানিক জোর দিয়ে বললাম, "সত্যি বলছি.....আজ তোমারে অনেক সুন্দর লাগতাছে...।"
আসলে আমি তার প্রতিক্রিয়াটা জানতে চেয়ে ছিলাম।
আমার মুখ থেকে কথাটা শুনার পর সারা পথ চেহারার মধ্যে হাসি হাসি একটা ভাব ফুটে ছিল ড্রাইভারের ।
.....অফিসে পৌছার পর গাড়ি থামিয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সে গাড়ির পেছনের দরজা খুলে, ধরে দাড়ালো।
আমি অবাক হলাম,..... আজ অবধি আমার নিজেকেই গাড়ির দরজা খুলে বের হতে হয়েছে। কিন্তু আজ সে আগ বাড়িয়ে কাজটি করেছে.....।
.......আসলে অনেক নেগেটিভ দৃষ্টিভঙ্গিকে একটু পজিটিভ করলেই দারুণ ফল পাওয়া যায়।
তাই বলবো, থিংক পজেটিভ....
সামনে নিজের অভিজ্ঞতা থেকে "থিংক পজেটিভ" নিয়ে আরও লেখার ইচ্ছা আছে ....
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হে হে হে নো নেগেটিভ...
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৮
এ কে এম রেজাউল করিম বলেছেন:
আরো লেখা পাওয়ার আশায় রহিলাম ।
আজকের যে দৃষ্টান্ত দিয়ে লিখিয়াছেন তাহা আমার খুউব ভালো লাগিয়াছে ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জানিয়া পুলকিত হইলাম...
৩| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... থিংক পজিটিভের বিকল্প নাই...
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
মাঘের নীল আকাশ বলেছেন: আমরাও পজিটিভভাবে নেব