![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
বইমেলায় "বই" এর চে সুন্দর বনের খাঁটি মধু কেনার প্রতিই বেশি আগ্রহ দেখলাম অনেকের।
কতো কি-ই না পাওয়া যায় বই মেলায়....রঙ-বেরঙের কাঁচের চুড়ি, লেইস-ফিতা, রুটি বেলার বেলুনি, আমসত্ব...গ্যাস বেলুন। চাইনিজ লাইট। মোবাইলের চার্জার, ব্যাটারি। লাইটঅলা গরুর শিং। লাটিম।
চিংড়ির মাথার স্টলের স্ংখ্যা বই এর স্টলের সংখ্যার চে কম হবে বলে মনে হয় না। ........ আফসোস যে পরিমান চিংড়ির মাথা বিক্রি হয়, সে পরিমান "বই" যদি মেলায় বিক্রি হতো।..
একজনকে জিজ্ঞেস করলাম,
"ভাইসাব কি বই কিনলেন? ভাবির হাতের ব্যাগ ভর্তি দেখা যাচ্ছে? "
তিনি আদন্ত হাসি দিয়ে বললেন, "বই আর কি কিনবো ভাই, কিছু আমসত্ব কিনলাম, একটা বেলুনি আর আধা কেজি সুন্দর বনের খাঁটি মধু। বাহিরে আবার খাঁটি মধুটা পাওয়া যায় না, আজকাল সবই তো ভেজাল.....।"
"ও আচ্ছ।"
"খাবেন না-কি একটু খাঁটি মধু? হাত পাতেন একটু ঢেলে দেই।"
"ইয়ে না। ধন্যবাদ....।"
"ভাই অনেক দূর থেকে আসছি। আপনার ভাবি টিংড়ির মাথা খেতে চায়,
কোন দোকানের মাথা ভালো হবে যদি একটু বলে দিতেন।"
মন চা্চ্ছিল বলি- চিংড়ির মাথা রেখে আমার মাথা চিবিয়ে খান। বেশ আরাম পাইবেন। চিংড়ির মাথার চেয়ে মগজ কম নাই ভিতরে।
"ইয়ে, আমি এখনও কোনও দোকানের মাথা খেয়ে দেখি নি। কি করে বলবো বলেন?"
"চলেন আজ খাই একসাথে। আমি খাওয়াবো। আপনার দায়িত্ব শুধু খুঁজে ভালো একটা দোকান বের করা। বুঝেন ই তো আজকাল সব ফাঁকিবাজ। গতবার এক দোকানে খেয়ে দেখি- মাথা কই, শুধু মাথার খোলস আর পশম বেসন দিয়ে ভেজে রাখছে। বুঝলেন ভাই জগতটাই ধাপ্পাবাজে ভরে গেছে।"
"মাফ করবেন। আমি যাই। আমিও আপনার মতো অনেক দূর থেকে আসছি। বাসায় যেতে হবে।"
বলেই হাঁটা দিলাম। আমার দুই হাতে দুই ব্যাগ বই। আজও কিছু বই কিনলাম। যাবো কালও....... এখনও কিছু বই বাকি আছে।,,,,
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫
সুমন কর বলেছেন: