![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
গতকাল রাতে বইমেলা থেকে বের হয়ে শাহবাগে এসে জ্যামে পড়লাম।
মিনিট আট দশেকের মতো জ্যামে আটকে ছিলাম। সেই সুবাধে মাইকের শব্দ কানে আসছিল। শব্দগুলো ভালো মতো শোনার জন্য গাড়ির গ্লাস নামিয়ে দিলাম।
অভিজিত রায়ের হত্যার প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠান থেকে ভেসে আসা শব্দগুলো ভালো মতো শুনতে পেলাম।
অভিজিত রায়ের হত্যার প্রতিবাদে আমিও লিখেছি ফেসবুকে এবং ব্লগে। আমরা সবাই এই হত্যার নিন্দা জানাই। হত্যাকারীদের যত দ্রুত সম্ভব ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হওক।
কিন্তু শাহবাগে মাইক থেকে ভেসে আসা কিছু শব্দ শুনে বিস্মিত না হয়ে পড়লাম না। শব্দগুলো শুনে বুঝলাম, তাদের প্রতিবাদ খুনের কিংবা খুনির বিরুদ্ধে নয়, তাদের প্রতিবাদ ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে।
তাদের মতো এত জ্ঞানী আর পণ্ডিত ব্যক্তিদের এ কথা তো জানা থাকা উচিত যে, ইসলামের কাঁধে বন্দুক রাখা দু চারজন খুনি কখনও ইসলামকে রিপ্রেজন্ট করে না। করতে পারে না।
আশা করি বিষয়টি তারা বুঝতে পারবেন এবং ইসলাম, রাসূল (স.) ও মহান আল্লাহ তালার বিরুদ্ধে নিন্দনীয় ও অশোভন ভাষা ব্যবহার থেকে বিরত থাকবেন।
আর একটা বিষয় বোঝা দরকার আপনাদের, জামাত-শিবির, হিজবুত তাহরির, জে এমবি, হরকাতুল জিহাদ আর ইসলাম কখনো এক জিনিস নয় ভাই।....
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৪১
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ...
২| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৩
আহলান বলেছেন: তারা কি বলছিলো তা তো বল্লেন না
৩| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৫:২৫
আজকের বাকের ভাই বলেছেন: ভালো লাগল কিন্তু আপনি কি শুনলেন তা জানার ইচ্ছে রইল।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদের প্রতিবাদ খুনের কিংবা খুনির বিরুদ্ধে নয়, তাদের প্রতিবাদ ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে।
এখানেই বিভেদ এসে যায়!
তারা খুন এবং খুনির বিরোধীতা না করে ইসলামের বিরুদ্ধে উঠেপড়ে লাগে!
যে কারণে কমিউনিষ্টদের ম্যানিফেষ্টো ভাল ভাল কথা এবং কর্মসূচী থাকার পরও এক সিটেও নির্বচিত হতে পারেনা।
তাদের ধর্মও এই হয়ে গেছে। ইসলাম বিরোধীতাই এখন তাদের ধর্ম। নাস্তিকতা আর মুক্ত মতের দোহাই দিয়ে তারাও ধর্মান্ধ বটে।