![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
আল আমিনের অপরাধ নিয়ে লিখেছিলাম। তাই খালেদ মাহমুদ সুজনের অপরাধ নিয়ে না লিখলে নিজের কাছে নিজে অপরাধী হয়ে যাবো।
রাত ১০টার পর হোটেলের বাইরে থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশের আল-আমিন হোসেনকে অস্ট্রেলিয়া থেকে দেশ ফেরত পাঠিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
রাত ১০টার পর বাইরে থাকার বিষয়টি বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে অবহিত করে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। পরবর্তীতে বোর্ড পরিচালকদের সাথে বৈঠক করে আল-আমিনকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেন খালেদ মাহমুদ সুজন।
অপর দিকে স্বয়ং টীম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের প্রায় প্রতিদিনই রাতের বেলায় ক্যাসিনোতে যাওয়ার ঘটনাটি খেলোয়াড়রা জানলেও কেউই ভয়ে মুখ খুলতে নারাজ।
গত ২৬ ফেব্রুয়ারী রাত ১টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ০৮ হোয়ইটম্যান স্ট্রীটের ক্রাউন ক্যাসিনোর জুয়ার আসরে দেখা গেছে খালেদ মাহমুদ সুজনকে।
আমি যখন মালয়েশিয়াতে গিয়েছিলাম, আমার এক কাকা বলেছিলেন, সাবধান বাবা, ঘুড়াঘুড়ি আর যাই করো ভুল করেও ক্যাসিনোতে ঢুকবা না। সব শেষ হয়ে যাবে...।
সেই ক্যাসিনোতে ঢুকে শুধু নিজেকে নয়, পুরো বাংলাদেশকে কলঙ্কিত করেছেন সুজন।
জানা যায় যে, সুজন ক্যাসিনোর সিসি ক্যামেরায় ধরা পরা বেশ কিছু ছবি ক্যামেরা থেকে মুছে ফেলতে সিকিউরিটি গার্ডদের নির্দেশ দিয়েছিলেন।
এই সুজনই একদিন আশরাফুলকে বুকিদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। যার ফলে একজন প্রতিভাবান ক্রিকেটার আশরাফুলের ক্যারিয়ার এক প্রকার ধ্বংসের দ্বারপ্রান্ত চলে গেছে। আশরাফুলের সাজা হয়েছে ঠিকই। কিন্তু-
বহাল তবিয়াতে রয়েগেলেন নাটেরগুরু সুজন।
প্রশ্ন হচ্ছে: শুধুমাত্র বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের ঘনিষ্ট হওয়ার কারণেই কি নিজের ইচ্ছামতো সব কিছু করতে পারেন তিনি??
আমাদের ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবাইকে বোঝা উচিত যে, আমাদের ঘাম ঝরানো কষ্টের পয়সায় তাঁদেরকে সেখানে পাঠানো হয়েছে ক্রিকেট খেলতে, জুয়া খেলতে নেয়....।
জুয়াখেলার জন্য বাংলাদেশে জায়গার অভাব নেই...।
০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৩২
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: কেন হাসান ভাই... হাসতে তো চাই না....
২| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:২৭
হামিদ আহসান বলেছেন: বুড়ো বয়সেও যদি এরা ভাল না হয় তাইলে কেমনে কী?
০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৩৪
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আর হবার লক্ষণ তো দেখছি না।
৩| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:২৮
মিন্টুর নগর সংবাদ বলেছেন: হুম সাবাস বাঙলার ছেলেপুলেরা সাবাস !
৪| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৩৪
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ...
৫| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৩৬
দূর আকাশের নীল তারা বলেছেন: দলের ম্যানেজার কি আইন, নিয়ম নীতির উর্ধে? খেলোয়াড়রা কি উনার গোলাম? শাস্তি শুধু খেলোয়াড়দের জন্য?? পাপন সাহেব শৃঙ্খলার সংজ্ঞাটা এখন একটু বলবেন? সুজন আগেও জুয়াড়ীর সাথে ম্যচ পাতানোয় জড়িত ছিলো। হয়ত আমাদের গেম প্ল্যান ফাঁস করে দিতেই সুজন জুয়াড়ীদের সাথে যোগাযোগ করেছে। সুজনকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনা হোক; বিচার হোক। আর যতদিন বিচার শেষ না হয় ততদিন সুজনকে খেলার মাঠ থেকে দুরে থাকার নির্দেশ দেয়া হোক।
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আমাদেরও তাই দাবি...
৬| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:০৯
ঢাকাবাসী বলেছেন: পাপনরা সব আইনের উর্ধে। ফলে তার প্রিয়ভাজনরা সবাই আইনের উর্ধে।
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৬
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ঠিক বলেছেন... ধন্যবাদ ঢাকাবাসী
৭| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:১৩
ইভেন বলেছেন: এটাই বাঙ্গালীর ট্রাডিশন, যে গুরু করলে সব রাইট।
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৭
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: গুরু করলে সব রাইট হে হে হে
৮| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:০৯
আজকের বাকের ভাই বলেছেন: "আইন সবার জন্য সমান" এই কথাটিকে সেরা রসিকতার সন্মাননা দেওয়া উচিত
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৭
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আমারও তাই মনে হয়
৯| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪২
নীল আকাশ ২০১৪ বলেছেন: আওয়ামী লীগ করলে কোন আইন তার জন্য প্রযোজ্য নয় - এটা আল আমিনেরও জানা উচিত ছিল।
১০| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩০
ফয়সাল আহমেদ ইমন বলেছেন: ছেলে ৯৯% ই ওকে, তবে মাঝে মধ্যে ক্যাসিনোতে যায় আরকি, হেহেহেহেহেহেহে
:-& :-& :-& :-& :-& আধুনিক ছেলে তো...............।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:২৩
নিস্পাপ একজন বলেছেন: গতিদানব, ক্যাসিনোতে ক্যামনে জুয়া খেলে তাই দেখতে গিয়েছিলেন, আর ডলার বের করে সবাইকে দেখান, বাট্টু হলেও আমার পকেটে ডলার থাকে।