![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
জীবনে বেশ কয়েকটি বিয়ের দাওয়াত খেয়েছেন ফরিদ সাহেব। কিন্তু "বুফে" নামক ১০১ পদের এত বড় খাবারের আয়োজনে এই প্রথম।
খাবারের এত এত আয়োজন দেখে এক প্রকার অবাক হয়েছেন তিনি।
প্রথমে দূর থেকে দেখলেন ফরিদ সাহেব- কিভাবে লোকজন চিমটি দিয়ে চামচ দিয়ে তুলে তুলে প্লেট ভর্তি করে খাবার নিয়ে যাচ্ছেন যার যার মতো।
দেখা শেষে একটা প্লেটে কিছু সাদা ভাত, দুই চামচ খাসি আর দুই চামচ গরুর মাংস নিলেন তিনি। সাথে নিলেন একবাটি স্যুপ...।
গরম গরম স্যুপটা খেয়ে গ্লাস থেকে খানিক পানি ঢাললেন স্যুপের বাটিতে। ঠোঁটে লেগে থাকা স্যুপটুকু আলতো ছোঁয়ায় মুছে নিলেন।
হাতের কাছে টিস্যু রেখে পানি দিয়ে ঠোঁট পরিস্কার করায় টেবিলে কানাঘুষা শুরু হয়ে গেল।
স্যুপ শেষে ভাতের প্লেটটা সামনে টেনে নিলেন তিনি। আর সবাই চামচ দিয়ে টুং টাং শব্দ করে খেলেও হাত দিয়ে ভাত আর মাংসের ঝোল মাখাতে লাগলেন ফরিদ সাহেব।
সবাই আড়চোখে তাকাচ্ছেন তার প্লেটের দিকে। নির্ঘাত একেবারে ক্ষেত একটা লোক...!
কোন দিকে ভ্রুক্ষেপ নেই ফরিদ সাহেবের। আপন মনে হাড় থেকে মাংস ছুটাতে গিয়ে বিপরীত পাশের সফেদ পাঞ্জাবিতে হলুদের কলঙ্ক লেপন করে দিলেন।
"আহ কি করলেন! দিলেন তো পাঞ্জাবিটা নষ্ট করে!"
ফরিদ সাহেব লজ্জিত ভঙ্গিতে মাথানিচু করে খেতে লাগলেন।
তরকারিটা বেশ হয়েছে। ঝালটা ঠিক আছে। মসলা-পাতির পরিমানও যথাযথ......
©somewhere in net ltd.