নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

দিনকে দিন আমরা তাঁর উত্তরসুরীরা তাঁকে নিচক পণ্যতে পরিণত করেছি

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১০

এলাকার কুখ্যাত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ গডফাদার বড় বড় বিলবোর্ড, ব্যানার ফেস্টুন পোস্টারে নিজের ছবির নিচে ক্যাপশন দেয়-

"বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক"

উপরে এক কোণায় অন্যান্যদের সঙ্গে বঙ্গবন্ধুর ছবিও দেখতে পাওয়া যায়..।

এটা আমাদের জন্য দুর্ভাগ্য বৈ অন্য কিছু নয়...

লজ্জার কথা বটে। বঙ্গবন্ধুকে ইউজ করতে করতে আমরা কোথায় নিয়ে এসেছি আজ।

তাঁর নাম দিয়ে সাইনবোর্ডের পর সাইনবোর্ড পরিবর্তন করেছি। রাস্তার মোড়ে, গলির মাঝে বিশাল বিশাল ভাস্কর্য বানিয়ে দাঁড় করিয়ে রেখেছি।

নোটে তাঁর ছবির পর ছবি ছেপে "বুকপকেটে" গুজে দিয়েছি...

কিন্তু একবারও ভাবিনি বঙ্গবন্ধুর জায়গা "বুকপকেট" এ নয়, তাঁর জায়গা "বুকের ভেতর" এ........

আমরা তাঁকে পূজা করছি ঠিকই, কিন্তু বুকে লালন করছি না....

দিনকে দিন আমরা তাঁর উত্তরসুরীরা তাঁকে নিচক পণ্যতে পরিণত করেছি।

বঙ্গবন্ধু আমাদের কখনও ক্ষমা করবেন বলে মনে হয় না...









মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪২

আলাপচারী বলেছেন: গডফাদারটি হাজী সেলিম। তার বাবা ছিল রাজাকার।

২| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩০

সামছুল কবির মিলাদ বলেছেন: আলাপচারী ভাই বলেছেন: গডফাদারটি হাজী সেলিম। তার বাবা ছিল রাজাকার।

শুধু হাজী সেলিম না এইরকম অনেক কুখ্যাত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ গডফাদার বড় বড় বিলবোর্ড, ব্যানার ফেস্টুন পোস্টারে নিজের ছবির নিচে ক্যাপশন দেয় "বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক" নাম লেখলাম না, একটু সুশীল নজরে দেখলেই আমরা দেখবো সেই কুখ্যাত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, গডফাদারদের।

স্বতন্ত্র হয়ে নির্বাচন করার কারনে আজ হাজী সেলিম গডফাদার আর তার বাবা হয়ে গেলো রাজাকার...!

৩| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৯

হাইপারসনিক বলেছেন: আমার আপনার লিখাতেত আর এসব কিছু ঠিক হবে না, তাই যেটা যার কাজ সেটা তাকেই করতে দিন....
ধন্যবাদ!

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: তবুও তো লিখতে হয় ভাই... চুপ করে আর কতো কাল??

৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ২:৩৯

সেই অবহেলা বলেছেন: ঠিক বলেছেন ! এ লোকের অবস্থান বুক পকেটে নয় বুকের মধ্য ।

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জ্বি সত্য...

৫| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৩৮

abdullah al masud বলেছেন: এটাইতো বঙ্গবল্টুর আদর্শ ।তাই আদর্শ বাস্তবায়ন করছে ।

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: বঙ্গবন্ধুকে হেয় করে কোন কথা বলবেন না দয়া করে... যত্তসব ছাগু

৬| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সহমত।+

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.