নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

পুরো বাংলাদেশই চরম উত্তেজনা আর উৎকণ্ঠায় পায়চারি করছে আজ.....

১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:১২

আজ দুপুরের পর থেকে দারুণ চিন্তিত মনে পায়চারি করছেন আব্বাস সাহেব। পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুচছেন একটু পর পর।

মাস কয়েক হলো সরকারি চাকুরি থেকে রিটায়ার্ড করে আমাদের একাউন্ট সেকশনে যোগ দিয়েছেন।

আজ অবধি কোনো বিষয়ে এতটা অস্থিরতা দেখা যায়নি তাঁর মাঝে।

আজ চরম অস্থির ভাব নিয়ে রুমের ভেতর একবার এদকি যাচ্ছেন তো আরেকবার ওদিক যাচ্ছেন।

খানিক পর পর অযথাই চোখের চশমাটা শার্টের কোণা দিয়ে পরিষ্কার করছেন।

শুধু পরিষ্কার করেই খ্যান্ত হচ্ছেন না, চোখের সামনে নিয়ে পরখ করে দেখছেন, ভালো মতো পরিষ্কার হলো কি-না।


কিছু সময় পর জানা গেল, আগামীকাল টাইগার আর ভারতের ম্যাচ নিয়েই তাঁর এই অস্থিরতা।

আমি কাছে গিয়ে দাঁড়াতেই আবেগে আপ্লুত হয়ে পড়লেন। আবেগ জড়িত কণ্ঠে বললেন," কাল পারবে তোবাংলাদেশ?"

আমি হেসে বললাম, "অবশ্যই পারবে। দেখেন না কি হয় কাল মাঠে ! মাশরাফির বলে কয়টার চাপার দাঁত খুলে ক্রিজে পড়ে থাকে আল্লাই মালুম! ওরা খেলবে কি! মাথা নুইয়ে চাপার দাঁত খুঁজতে খুঁজতেই তো জানে পানি থাকবে না।"

আব্বাস সাহেব হাসলেন। "ঠিকই বলেছেন, মাশরাফিটা আসলেই বহুত খতরনাক ছেলে!"

"রুবেলও দেখনে না কাল কি করে!"

রুবেলের নাম নিতেই আব্বাস সাহেব মুচকি হাসলেন। টেনে টেনে বললেন, "ছেলেটা আর যাই হোক খেলে ভালো....।"

....পূর্বের ন্যায় আবারও পায়চারি করতে আরম্ভ করলেন আব্বাস সাহেব।


বিকেলে বাসায় চলে গেছেন। হয়তো বাসায় গিয়েও এভাবেই পায়চারি করবেন।..... হয়তো আজ রাতটা চরম উত্তেজনায় নির্ঘুমই কাটবে তাঁর।

আমাদের টাইগাররা কি জানেন শুধু আব্বাস সাহেব নন, পুরো বাংলাদেশই চরম উত্তেজনা আর উৎকণ্ঠায় পায়চারি করছে আজ.......। পুরো বাংলাদেশই নির্ঘুম কাটাবে আজকের রাতটি???











মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.