![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এমন সময় "ওয়াক থু" বলে এক রিক্সাযাত্রি একদলা থুথু ছুড়ে মারলো একেবারে গায়ের মাঝে।
চেয়ে দেখি, বেচারা আমার প্রতিবেশি। ভাই বেরাদর।
করুণ চোখে তার দিকে তাকাতেই, রিক্সা থেকে নেমে পকেট থেকে রুমাল বের করে থুথু মুছে দিলেন।
ক্ষমা করে দিলাম।
অনুরূপ পথ চলছি আরেকদিন। "ওয়াক থু" বলে আগের মতো একেবারে গা-টা মাখিয়ে দিলেন সেই প্রতিবেশি ।
সেদনিও করুণ চোখে তাকালাম। রিক্সা থেকে নেমে রুমাল দিয়ে থুথু মুছে দিতে দিতে বললেন, " এহ হে সরি ব্রাদার!"
বুঝতে পারলাম। কাজটা তিনি intentionally করছেন।
কোন এক অজানা কারণে আমার উপর "থুথু" ছুড়ে আবার রুমাল দিয়ে মুছে দিতে দিতে "সরি" বলছেন।
খুব ইচ্ছে করছিল, অনুরূপভাবে পরপর দুই দিন আমিও তার উপর "থুথু" ছিটিয়ে দেই। এবং মুছে দিতে দিতে "সরি" বলি।
কিন্তু আমি বিরত রইলাম। কেন না আমি জানি, আমি যদি দুই দিন করি সে হয়তো আরও তিনদিন করবে। এবং এভাবে চলতেই থাকবে.....। রাস্তায় একজন আরেকজনকে দেখলেই গলা খাকানি শুরু হয়ে যাবে..।
"ক্ষমা মহত্ত্বের লক্ষণ"
ইন্ডিয়ানদের বিভিন্ন পেজে ও ব্যক্তিগত আইডিতে করা আমাদের বাংলাদেশি ভাইবোনদের করা কমেন্ট পড়ে আমি লজ্জিত। আমি জানি শুরুটা তারাই করেছেন। একের পর এক "থুথু" ছিটিয়ে ক্ষমা চেয়েছেন কিংবা চাচ্ছেন।
তাদের কমেন্টগুলো যথেষ্ট অশালীন ও অশোভন।
কিছুদিন আগে নটরডেম এর পরিসংখ্যান স্যারকে নিয়ে একটা লেখা লিখেছিলাম। স্যার বলেছিলেন, "ভাষা" মানুষের পরিচয় বহন করে...।
ভারতীয়দের ভাষা থেকে আমরা তাদের পরিচয় পাচ্ছি..। কিন্তু আমরা নিজেদের পরিচয়টা কিভাবে দিচ্ছি- সেটাও ভেবে দেখার বিষয়।
প্রতিবাদের অনেক ভাষা আছে। গালাগালি কখনও প্রতিবাদের ভাষা হতে পারে না।....
আমি অন্তত তা সাপোর্ট করি না।....আর যদি করতেই হয়, তবে তা নিজের পেজ বা একাউন্ট থেকে করাই ভালো। অন্যের পেজ এ ঢুকে এ ধরণের নোংরামি করার মানে হয় না।...
২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:২৭
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: বক্তব্য অস্পষ্ট...
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনি যীশু, পালায়ে বাংলাদেশে এসে গেছেন।