নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আই নেভার সাপোর্ট "উম্মাদনা"

৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

আমি আমার বাবাকে ভালোবাসি। আমার মাকে ভালোবাসি। আমার পরিবারের প্রতিটি সদস্যকে আমি ভালোবাসি।

আমি কি আমার বাবার প্রতিটি কথা মেনে চলি?

উত্তর: না

আমি কি আমার মায়ের প্রতিটি কথা মেনে চলি?

উত্তর: না

আমি কি আমার পরিবারের প্রতিটি সিদ্ধান্ত মাথা পেতে নেই?

উত্তর: না

আমার বাবা-মা কিংবা আমার পরিবারের প্রতি আমার ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি নেই। তারপরও সবগুলো প্রশ্নের উত্তর: "না"

এখন কথা হচ্ছে, কেউ যদি আমার বাবা-মাকে কিংবা আমার পরিবারকে গালি দেন, তবে আমার মনের অবস্থাটা কী হবে একবার ভাবুন তো??

আমি কিন্তু তাদের প্রচণ্ড ভালোবাসি। তবে তাদের সব কথা কিংবা আব্দার মানি না।... তবুও কেউ একজন আমার পরিবারকে গালি দিলে তাকে কী করতে ইচ্ছে করবে সেটা আপনারই ভেবে দেখুন...।

আমার কাছে আমার ধর্মটাও ঠিক সেরকম। আমি আমার ধর্মকে ভালোবাসি। তবে উপরের প্রশ্নগুলো করলে প্রত্যেকটির জবাবই হবে "না"।

এখন অনেকেই বলবেন, আপনি তো মিয়া নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইত্যাদি ইত্যাদি জগতের আকাম-কুকাম.....অনেক কিছুই করেন। তাহলে আপনি কিসের মুসলমান?

তাদের প্রশ্নের জবাব আমি উপরে দিয়েছি। আমি আমার বাবা-মা কিংবা পরিবারের সব আদেশ কিংবা সিদ্ধান্ত মানি না, তাই বলে কি আমি তাদের সন্তান নই?

তাদের প্রতি আমার ভালোবাসা নেই??

মুক্তমনার নাম করে আপনারা যারা আমার "ধর্ম"কে গালমন্দ করেন। পিতা-মাতার অবাধ্য সন্তানের মতো এই অতি দুর্বল "মুসলমান"রই যদি মনে আঘাত লাগে। তবে পিতা-মাতার অন্ধভক্ত সন্তানের মতো অতি স্ট্রং "মুসলমান" এর কেমন লাগার কথা???

আপনি নাস্তিক হতেই পারেন। এটা আপনার স্বাধীনতা। আপনার নাস্তিক্যবাদ নিয়ে বসে বসে "মুড়ি" খান। আমার ধর্ম বিশ্বাসকে ব্যঙ্গ-বিদ্রুপ করে গালি দেবার অধিকার আপনাকে কে দিয়েছে???

পাড়ার কে আমার পিতাকে সালাম দিলো কি দিলো না সেটা আমার দেখার বিষয় নয়।

কিন্তু কে আমার পিতাকে গালি দিলো, সেটা অবশ্যই দেখার বিষয়....।

...আর হ্যাঁ, আমার বাবাকে কেউ গালি দিলে আমি যদি মাথাগরম করে চাপাতি নিয়ে তাকে কোপাইতে ছুটে যাই, তবে সেটা হবে উম্মাদনা।

আই নেভার সাপোর্ট "উম্মাদনা।"




মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:

প্রলাপ

২| ৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: কিসের প্রলাপ?? বস??

৩| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


ভালো ব্লগারের প্রলাপ বলে মনে হচ্ছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.