নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

..এভাবেই প্রতিনিয়ত কেউ না কেউ প্রতারিত হচ্ছেন দালালের খপ্পরে পড়ে। বিদেশে জেলের ঘানিও টানছেন কেউ কেউ...

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২১

মালয়েশিয়া এয়ারপোর্টে ওয়াশ রুম থেকে ফিরছি, এমন সময় তিন চারজন ছেলে এক সাথে ডেকে ওঠলো, "ভাই, আমনে কি বাঙালি?"

চারদিকে ফজরের আযান হচ্ছে। ওয়াশ রুম লাগোয়া এই জায়গাটায় আলো কম। যাবার সময় দেখেছিলাম, গাদা-গাদি করে কিছু লোক শুয়ে আছে।

ভেবেছিলাম, এয়ারপোর্টের পরিচ্ছন্ন কর্মী-টর্মী হবে। হয়তো কাজ শেষে শুয়ে আছে। তাই তেমন ভালো করে তাকাই নি....।

ফেরার পথে "বাংলা" কথা শুনে থমকে দাঁড়ালাম।

ভালো মতো চেয়ে দেখি, কেউ গুটিশুটি হয়ে শুয়ে আছেন। কেউ হাঁটু মুচড়ে তার ভেতর মাথাগুজে বসে আছেন।

সবার গলায় "বিশেষ" রঙের বিশেষ ধরণের কাপড়ের টুকরো রয়েছে।

আমি ট্যিসু পেপারে হাত-মুখ মুছতে মুছতে বললাম, "হ্যা ভাই, আমি বাাঙালি। বাংলাদেশ থেইকা আইসা নামলাম মাত্র। আপনারা এইখানে কাজ করেন বুঝি?"

"নাহ ভাই, আমরা "ধরা" পড়ছি। ভিজিট ভিসায় দালালের মাইধ্যমে আইছিলাম। দেখেন না, আমগো গলায় কাপড় দিয়া চিহ্ন দিয়া রাখছে....।"

তারপর তাদের গলার স্বর ভারী হয়ে এলো। ধরা গলায় একজন বললেন, " ভাই আইজ পাঁচ দিন হয় এইভাবে এক পোশাকে পইড়া আছি..। এক বেলা খাওন দেয়..। তাও যা দেয় মাইনসে খাওনের মতো অবস্থা নাই... দেশে কারও সাথে একটু যোগাযোগ করতে পারতেছি না ভাই।.. সয়-সম্পদ বেইচা, ঋণ-মিন কইরা দালালের হাতে টাকা দিছি...। অহন আমাগো কী হইবো ভাই? কী হইবো আমাগো?"...বলতে বলতে বাচ্চা ছেলের মতো কেঁদে ফেললেন তিনি।

একজন বললেন, "আইজ চাইর দিন আইছি।" আরেকজন বললেন "তিন দিন আইছি....।" আরেকজন বললেন, "গতকাইল আইছি ভাই...।"

...আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। চোখ দুটো টন টন করে উঠলো। ভাগ্যবদলাতে আশা দেশের এই হতভাগা মানুষগুলো কিছু বর্বর দালালের জন্য আজ এভাবে ওয়াশরুম লাগোয়া অন্ধকার জায়গাটিতে কতোটা অমানবিকভাবে পড়ে পড়ে কাতরাচ্ছেন....।

সুচতুর দালালের খপ্পরে পরে সহজ-সরল এই মানুষগুলো আজ সর্বশান্ত। ভবিষ্যত তাদের চরম অন্ধকারময় আর অনিশ্চিয়তায় ঢাকা.....।

...এভাবেই প্রতিনিয়ত কেউ না কেউ প্রতারিত হচ্ছেন দালালের খপ্পরে পড়ে। বিদেশে জেলের ঘানিও টানছেন কেউ কেউ...।

ধিক্কান জানাই সেসব অমানবিক দালালদের।... পাশাপাশি বিদেশ গমনিচ্ছু ভাইদের বলবো, ভিজিট ভিসার মাধ্যমে বিদেশ গিয়ে কাজ করার ব্যাপারে অনেক বেশি সচেতন হওয়া দরকার আপনাদের....।

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রবাসি ভাই-বোনদের হেফাজত করুন।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫২

আমি কাল্পনিক সজল বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা। এইসব আদম ব্যবসায়ীদের বিপক্ষে সরকারের কোন পদক্ষেপ নাই। X(

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জ্বি যথার্থ বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:২৮

নতুন বলেছেন: জনগনকে সচেতন করতে হবে...

আবার অনেকে একটু বেশি বোঝে তাদের এই সব কথা বলে দেশের বিদেশে যেতে নিষেধ করলে মনে করে যে আপনি তার ভাল চাননা... তাই তাকে বিদেশে যেতে নিষেধ করছেন..

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জ্বি আপনার কথা ঠিক। তবুও আমাদের দায়িত্ব চারপাশের মানুষদের শতর্ক করা...

৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৪৮

পাবনার পাগল বলেছেন: #ঐ সব দালালদের মাঝে যদি মানুষ পরিচয়ের উপাদান সামান্যতম মানবিকতা থাকতো, তাহলে হয়তো কখনই এমন পশুরুপি আচরণ করতে পারতো না ।

#এসব খবর নৈমত্তিক হলেও সরকারের তেমন ভ্রূক্ষেপ নাই । দালাল এবং রিক্রুটিং এজেন্সিদের ক্ষেত্রে অভিযোগ পেলেই কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে ।

#লোভ মানুষকে মুহূর্তেই নাশ করে । তাই বিদেশগামীদের অনেক সচেতন হতে হবে ।


:(

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জ্বি ঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ

৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৩

ইটস আনডিফাইন্ড আইডি বলেছেন: Amin :-(

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আমিন..

৫| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪২

সোহানী বলেছেন: খুব খারাপ লাগলো শুনে।

জানি এটা একটা চক্র এবং দিনের পর দিন এভাবে চলছে তাদের প্রতারনা ব্যবসা। সরকার চোখ বুঝে থাকে আর আমরা হাঁ হুতাশ করি... আর এ চক্র ব্যবসা করে যাচ্ছে চোখের সামনে, সকল প্রকার আইনকে বৃদ্ধাঙ্গৃলি দেখিয়ে....

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আমাদের নিজেদের চারপাশের মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে আসতে হবে...। মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.