![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
আমি ছুটছি।
প্রাইভেটকার বড় বড় বাস আর সিএনজির ফাঁকফোকর দিয়ে রুদ্ধশ্বাসে ছুটছি...।
একজন নারী রিক্সাযাত্রির গলা থেকে থাবা দিয়ে চেইন নিয়ে উল্কাবেগে ছুটছে ছিনতাইকারী।
গাড়ি থেকে নেমে আমিও ছুটছি তার পিছু পিছু। চিৎকার করে বলছি, "আরে ধরুণ ধরুণ... ছিনতাইকারী ছিনতাইকারী।"
সবাই হা-করে তাকিয়ে তাকিয়ে আমার ছুটে চলা দেখছে। যেন কোন সিনেমার শূট্যিং দেখছে তারা। দেখে খুব মজা পাচ্ছে যেন....।
আমার একজন স্টাফও ছুটছেন আমার পিছু পিছু। 'বস' গাড়ি থেকে নেমে ছিনতাইকারীর পিছনে ছুটছেন, তিনি বসে থাকেন কী করে!!!
অবশেষে....... নাহ। আমি ধরতে পারি নি ছিনতাইকারীকে।.....ব্যর্থ হয়ে হাঁপাতে হাঁপাতে ফেরত আসতে হয়েছে আমাকে।
অথচ চেয়ে থাকা লোকগুলো যদি একটু হাত বাড়াতো...। কেউ একজন যদি সাহস করে ঝাঁপটে ধরতো তাকে.....।
জানি ব্যর্থ হতে হতো না আমাকে। ব্যর্থ হতে হতো না আমাদেরকে....।
হয়তো আমরা সবাই মিলে ছিনতাই হওয়া চেইনটি এনে সেই নারীর হাতে তুলে দিতে পারতাম...। যিনি কি-না চেয়ে ছিলেন, আমার কিংবা আমাদের ছুটে চলা পথের দিকে....।
আমার স্টাফ বললেন, "ছার কাজটা ঠিক করেন নাই একদম। এইভাবে গাড়ি থেকে নেমে ছিনতাইকারীর পেছনে ছোটাটা উচিত হয় নি আপনার। যদি....."
আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, "আমারা সবাই যদি চেয়ে চেয়ে দেখি, তবে কী করে হবে? কাউকে না কাউকে তো পিছু ছুটতেই হবে....।"
ক'দিন আগে আমার ছোট মামাকে একদল ছিনতাইকারী ডিবি পরিচয় দিয়ে গাড়িতে তুলে নিতে চেয়েছিল। তিনি তাদের সাথে তর্ক করছেন। ধস্তা-ধস্তি করছেন। আশপাশের লোকজন চেয়ে চেয়ে দেখল। কেউ একজন এগিয়ে এসে জিজ্ঞেস করলো না- কী হয়েছে?.... বেশ কিছু সময় পর একজন বৃদ্ধ এগিয়ে এলেন। মামাকে জিজ্ঞেস করলেন, "কী হয়েছে?"
বৃদ্ধের 'কী হয়েছে?" শোনার সাথে সাথে ছিনতাইকারীরদল গাড়িতে ওঠে চলে যায়। মামা বেঁচে যান।...
অপরাধীদের চিত্ত সর্বদা দুর্বল হয়ে থাকে এটা সত্য....। কিন্তু আমরাও যে দিন দিন ভোঁতা হয়ে যাচ্ছি এটা কি কম সত্য???
©somewhere in net ltd.