নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

এই একটি উৎসবই তো প্রমাণ করে দেয়, আমরা পৃথিবীর সবচে' সুখি জাতি...। আর কোন প্রমাণের দরকার আছে কি??

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ২:০৯

সকালে বাসা থেকে বের হতেই গলির মাঝে কোলাকুলি শেষে একজন বললেন, "ভাইজান মনে হয় খান্দানি ইলিশ দিয়া খাইয়া আইছেন। গা থেইকা কেমন ঘ্রাণ আইতাছে।"

আমি হেসে বললাম, "নাহ ভাই। আমি ইলিশ খাই নাই।"

ভদ্রলোক আকাশ থেকে পড়লেন।

"কন কি ভাই! ইলিশ খান নাই, অথচ গা থেইকা অর্জিনাল ঘ্রাণ আইতাছে!"

মিটি মিটি হাসছি আমি।

ভদ্রলোক কপাল কুচকে প্রশ্নবোধক চিহ্ব নিয়ে তাকিয়ে আছেন আমার মুখের দিকে।

বললাম, "ভাই, চাঁদপুরের ছেলে তো, তাই জন্ম থেকেই গায়ে ইলিশের ঘ্রাণ লেগে আছে।"

কথা শুনে ভদ্রলোকের কুচকানো কপাল সমান হয়ে গেল। খানিকটা থতমত খেয়ে গেলেন।

"ভাই রাগ কইরেন না একটা কথা বলি?"

বললাম, "জ্বি না রাগ করবো কেন? বলেন।"

"আপনি একটা বদ লোক। আপনার গা থেইকা ইলিশের না, বদের ঘ্রাণ আইতাছে!"

আমি হো হো করে হেসে উঠলাম। ভদ্রলোকের পাঞ্জাবির দিকে তাকিয়ে বললাম, "ভাইজান পাঞ্জাবির ঐ স্থানটি একটু ধুয়ে নিবেন, বোধহয় কাকে বাথরুম করছে।"

"আপনার চোখে সমস্যা আছে! এইটা কাকের বাথরুম না, টাটকা ভাজা ইলিশের তেল। খাইতে গিয়া খানিক লাইগা গেছে। স্যাম্পল হিসাবে রাইখা দিছি....।"

"অ। সরি বুঝতে পারি নাই। ভুল হইয়া গেছে।" বলে হাঁটা দিলাম।

অসম্ভব কিউটনেস আমাদের মাশাল্লাহ।

যে দিকে তাকাই শুধু প্রানের উচ্ছ্বাস। ভালোবাসার ভালোলাগার উচ্ছ্বাস। এত আনন্দ! এত ভালোবাসা! এত ছুটে চলা! কণ্ঠে কণ্ঠে এত গান! এত সুর! এত সুন্দর রঙিন মানুষ চারদিকে!...

এই একটি উৎসবই তো প্রমাণ করে দেয়, আমরা পৃথিবীর সবচে' সুখি জাতি...। আর কোন প্রমাণের দরকার আছে কি??

আছে কি কোন দরকার??


মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৩০

আমি সৈকত বলছি বলেছেন: সত্যিই আর কোন প্রমানের দরকার নাই।

আমরা সুখের মূর্ছনায় এতটাই উন্মাদ যে নিজেরাই নিজেদের চিনতে ভুলে যাই,
ভুলে যাই আমাদের অতীত বর্তমান আর ভবিষ্যত।

অনেক ভালো লেগেছে আপনার লিখাটি,

ভালো থাকুন
শুভ কামনা :)

২| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:২০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ...

৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৪

জুনায়েদ জুবেরী বলেছেন: ++

১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ...

৪| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৭

মনোনেশ দাস বলেছেন: একমত

১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ...

৫| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: হুম !:#P

১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ

৬| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আর কোন প্রমাণের দরকার নেই... ;)
আমরা যে সুখি জাতি এটা সারা পৃথিবীর মানুষ জানে। :)

১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম

৭| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২১

নুর ইসলাম রফিক বলেছেন: এটাই কি সুখি জাতীর নমুনাঃ-

১/বর্ষবরণ উৎসবে যৌন হয়রানি

২/সিলেটে বর্ষবরণের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩

3/সিকৃবি ক্যাফেটেরিয়ায় হামলা চালিয়ে রান্না করা ইলিশ মাছসহ খাবার লুট করলো ছাত্রলীগ

১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: এতে তো বর্ষবরণের দোষ নেই.. দোষ আমাদের

৮| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৩

সায়লা বলেছেন:


এই একটি উৎসবই তো প্রমাণ করে দেয়, আমরা পৃথিবীর সবচে' সুখি জাতি...। আর কোন প্রমাণের দরকার আছে কি??

১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: এই ঘৃণ্য বর্বরদের বিচার হওয়া উচিত

৯| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

তপ্ত সীসা বলেছেন:
তাইলে চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেশন দেখলে কি কইবেন ভায়া? ভুল প্রমানিত হইয়া যাইবে না যে আমরা আসলে ওদের চেয়ে বেশি সুখী না?

এই দিনে প্রমান হয় আমরা আলাদা সত্বা আমাদের মত কইরাই, সুখ আপেক্ষিক ব্যাপার। এই দিনে আমরা প্রমান দেই আমরা আমাদের বুকের ভেতরেই ধারন করে রাখি। সুখ নিয়া মাথা না ঘামাইলেও চইলবে।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা

১১| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৬

শায়মা বলেছেন: আমরা আসলেই সুখী ভাইয়া।


অনেক অনেক শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.