নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

এবার বৈশাখি উৎসবে টি এসসিতে যে ঘটনাটি ঘটেছে আমরা আশা করছি তার সঠিক তদন্ত ও সঠিক বিচার হবে....

১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৮

"ভাই!"

ডাকশুনে কলিজার গোড়ায় কামড় দিয়ে উঠলো। ছো্ট বোনের কণ্ঠস্বর। ও তখন ক্লাস টেনে পড়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পহেলা বৈশাখ উপলেক্ষ্যে ক্যাম্পাসে ঘুরতে নিয়ে গিয়ে ছিলাম ওদের। ওর সাথে ছিল আমার অনার্স পড়ুয়া আরেক ছোটবোন ও তার বান্ধবী।

আমার একটু পেছনেই হাঁটছিল ওরা। হঠাৎ করে "ভাই!" বলে চিৎকার করে ডেকে উঠলো ছোটবোন।

ডাকশুনে ঘাড় ফিরিয়ে দেখি, একদল ছেলে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ছে ছয়-সাত জন মেয়ের উপর।

আমি দৌড়ে যাই। যথাশক্তি প্রয়োগকরে দু'হাতে ছেলেদের ঠেলে বোনসহ কয়েকজন মেয়েকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসি।

সেই দিনের সেই ঘটনার পর থেকে আর কোন উৎসবেই টিএসসিতে যাওয়া হয় না আমার বোনদের....। সে থেকে কোন বৈশাখি উৎসবে যেতে ইচ্ছে করে না আমার নিজেরও।

এবার বৈশাখি উৎসবে টি এসসিতে যে ঘটনাটি ঘটেছে আমরা আশা করছি তার সঠিক তদন্ত ও সঠিক বিচার হবে।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.