নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

এটাই হোক মহান মে-দিবসের একমাত্র কামনা...

০১ লা মে, ২০১৫ বিকাল ৪:৫৩

...ছোট বেলা থেকেই আব্বাকে দেখতাম সাইটের কোন শ্রমিক বাসায় গেলে তাকে নিয়ে ডাইনিং টেবিল এ বসে একসাথে ভাত খাচ্ছেন। নিজ হাতে খুব যতন করে মাছ কিংবা মাংসের টুকরা পাতে তুলে দিচ্ছেন। জোর করে একচামচ ভাত বেশি তুলে দিতে দিতে বলছেন, "আরে মিয়া খাওও...খাওও। বাসায় আইছ, একটু ভালো মতো খাওও...।"

মাঝে মধ্যে ভাবতাম, আব্বা তো ইচ্ছে করলে আলাদা বসে খেতে পারেন। কেন তিনি শ্রমিকদের নিয়ে একসাথে বসে খান।

আমার একটু খারাপই লাগতো।

একদিন আব্বা বললেন, "আজকে যা কিছু দেখছিস, সব ওদের অবদান। সবকিছুতে ওদের ঘাম লেগে আছে রে..। যে ডাইনিং টেবিলে বসে আমরা খাচ্ছি, সেই টেবিলটিও ওদের অবদানে কেনা।... ওদেরকে সাথে নিয়ে খাবো না তো কাকে নিয়ে খাবো!"
...................................................

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (রহঃ) বলেছেন "সমাজের সবচেয়ে দামী ও উপকারী শ্রেণী হচ্ছে শ্রমিক সমাজ। মানব সমাজের উন্নতি ও অগ্রগতির চাকা ঘুরছে শ্রমিকদের হাতে। একটি টেকসই সমাজ সেখানকার শ্রমিকদের পরিশ্রমের কাছে ঋণী।"

....মালিক ও শ্রমিক শ্রেণির মাঝে ভাই-বন্ধু, পিতা-পুত্রের সম্পর্কের মতো সুসম্পর্ক গড়ে উঠুক....

এটাই হোক মহান মে-দিবসের একমাত্র কামনা...।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.