নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

জনগণের ট্যাক্সের টাকায় বেতন দিয়ে এয়ারপোর্টের মতো অতি গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসব "বেয়াদব" পোষার কোন মানে হয় না...

০৩ রা মে, ২০১৫ দুপুর ২:২৮

ঢাকা এয়ারপোর্টে নামার পর নিজদেশের মাটিতে যাত্রিদের অসম্মানিত হতে দেখে সত্যিই খারাপ লাগে।

সাদা পোশাকধারী কিছু কর্মকর্তা ঘুর ঘুর করেন আর যাত্রিদের একের পর এক হয়রানি করে যান।

হয়রানি ও কিছু প্রশ্নের নমুনাঃ

"দেখি দেখি পাসপোর্ট দেন"- বলে হাত থেকে হ্যাচকা টান মেরে পাসপোর্ট নিয়ে গিয়ে পাতা উল্টাতে উল্টাতে ট্যারা চোখে তাকিয়ে প্রশ্ন করেন- কোথা থেইকা আসছেন?

প্রশ্নকর্তার আচরণ দেখে মনে হয় যেন, আন্তর্জাতিক মানের কোন অপরাধী এয়ারপোর্টে এসে ধরা পড়েছে।

-জ্বি অমুক দেশ থেইকা আসছি।

তারপর ফিস ফিস কইরা বলেন- সাথে কিছু আছে? থাকলে বলেন পার কইরা দিমু নি।

"জ্বি না নাই।" ভয়ে ভয়ে যাত্রির উত্তর।

স্ক্যানার মেশিনে লাগেজ স্ক্যান করার পর আবার ধরেন আরেক গ্রুপ। এ গ্রুপে দুই/তিন জন থাকেন।

"দেখি দেখি পাসপোর্টটা দেন তো।"

যাত্রি বিরক্তিসহকারে পাসপোর্ট হাতে দেবার পর।

-কই থেইকা আসছেন?

-জ্বি অমুক দেশ।

-কয়দিন আছিলেন?

-জ্বি এত দিন।

-বাড়ি কই?

-জ্বি অমুক জায়গায়।

-সোনাগয়না কতটুক আনছেন?

-জ্বি আনি নাই।

-কই যাইবেন?

-জ্বি বাড়িত যামু।

পাসপোর্ট হাতে পাবার পর ক্লান্ত ও বিরক্ত যাত্রি প্রথমে দীর্ঘশ্বাস ছাড়েন।

আমার মতে, এয়ারপোর্ট কর্মকর্তাদের যদি কোন ট্রেনিং কোর্স করানো হয়ে থাকে, তবে তার সাথে "আদব-কায়দা" নামক একটি কোর্স যুক্ত করা আবশ্যক।

জনগণের ট্যাক্সের টাকায় বেতন দিয়ে এয়ারপোর্টের মতো অতি গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসব "বেয়াদব" পোষার কোন মানে হয় না...।















মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৫ দুপুর ২:৪১

amhabib বলেছেন: এরই নাম বাংলাদেশ ,কুন লাভ নেই আপনার এই পোস্ট আর আমার কমেন্ট লিখে

০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:০৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: দোষ দেশের না দোষ আমাদের মানসিকতার...

২| ০৩ রা মে, ২০১৫ দুপুর ২:৫৮

আহলান বলেছেন: হাচাই বলছেন .... একদল সরকারী কর্মচারী এই ভাবেই নিজেদেরকে লালন পালন করতে শিখেছে .... তারা বড়ই সৌভাগ্যবান যে বাংলাদেশর মত একটি দেশে তারা জন্ম নিয়ে এমন একটি সেবা মূলক প্রতিষ্ঠানে চাকরী করে দেশের জনগনকে সেবা (!) করার সুযোগ পেয়েছে .... কিছুই বলার না ...কে শুনবে আপনার আমার কথা ....?

০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:০৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জানি কেউ শুনবে না, তারপরও বললাম। ধন্যবাদ।

৩| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৩:২০

আলপিন ম্যান বলেছেন: :(( :(( :((

০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:০৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ

৪| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৩:৩৪

শিশির খান ১৪ বলেছেন: বাংলাদেশ এর স্কুল কলেজে এমন কি ইউনিভার্সিটিতেও আদব কায়দা শিখানো হয় না। সরকারী কর্মচারীদের যে ব্যবহার তাতে মনে হয় তৃতীয় শ্রেনীর কর্মচারিও সচিব এর সমান ক্ষমতা রাখে একেক জন কি জানি হওয়া গেছে আসলে ব্যবহার তো কারোই ভালো না বিপদে পইরা থানায় গেলে পুলিশ আর ব্যবহার হাসপাতালে ডাক্তার এর কাছে যান উনাদের ব্যবহার সবাইরেই তো ধইরা চরাইতে ইচ্ছা করে।

০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:০৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ

৫| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৩:৪৮

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট মানের অসভ্য অশিক্ষিত অদক্ষ মহাদুর্ণীতিবাজ কতগুলানরে ওখানে বসিয়ে রেখেছে শুধু পরিষ আর ঘুষ খাওয়ার জন্য আর সরকারের চাপার ভাষায় বিদেশে কর্মনত বাংলাদেশীদের সেবার জন্য! এত অসভ্য এয়ারপোর্ট স্টাফ পৃথিবীর কোথাও নেই। আর এদের প্রশ্রয় দেন আমাদের সব মন্ত্রীরা, কারণ এদের চাকরী কখনোই যাবেনা। প্রশ্রয় দেযার কারণটা সহজবোধ্য।

০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:১০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ঢাকাবসী সুন্দর মন্তব্যের জন্য। আমরা আসলেই অসহায়।

৬| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:০৮

লিংকন১১৫ বলেছেন: কিছুই করার নাই :(

০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:১০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জানি আমাদের কিছুই করার নেই। নেই সরকারেরও। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

আহমেদ জী এস বলেছেন: হাবিবুর রহমান জুয়েল ,




জনগণের পয়সায় জীবন-ধারনকারীদের এটা আমরা কখনই বুঝিয়ে দিতে পারিনি যে , তারা জনগণের বেতনভূক কর্মচারী । সোজা বাংলায় চাকর ।

এটা আমাদেরই ব্যর্থতা । জনপ্রতিনিধি তথা রাষ্ট্রের উচিত , এইসব বেতনভূক কর্মচারীদের কে , এমন কি সে যদি সেক্রেটারী পদমর্যাদার অধিকারীও হয় তবে তাদেরকে এটা মুখস্ত করিয়ে দেয়া যে, জনগণকে সম্মান সূচক সম্বোধন যেমন " স্যার" বলতে হবে । "
এটা তাদের চাকুরীর শর্ত , নিয়োগকারীকে যথাযথ সম্মান প্রদর্শনে অনীহা তার চাকুরী না থাকার সরাসরি ঘোষনা ।

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৫০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আপনি যথার্থ বলেছেন..

৮| ০৩ রা মে, ২০১৫ রাত ৮:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন: সবচেয়ে আগে বলা উচিত থানার কথা। ওইটাও সেবামুলক কিছুই, জনগনের স্বার্থেই। কিন্ত হইছে রাজনৈতিক স্বার্থে, আর টাকার স্বার্থে। থানাই এই দেশের সবচেয়ে হয়রানীমুলক জায়গা।

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৫১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সঠিক...

৯| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১:৩১

নতুন বলেছেন: Click This Link


বিমান বন্দরে বত`মানে ম্যাজিস্ট্রেটরা এই ফেসবুক পেজটা তাদের কায`কলাপ নিয়ে জনগনকে সচেতন করছে....

এদের নম্বরগুলি রেখে দিন... সমস্যায় পড়লে ফোন করবেন... হয়তো্ এরা কাজে লাগতে পারে...

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৫১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জ্বি ধন্যবাদ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.