নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

কথোপকথনগুলোতে আমার সাথে কে রয়েছেন.... বলতে পারলে তার ঠিকানায় পুরুস্কার স্বরূপ চলে যাবে আমার লেখা যে কোন একটি বই। সঠিক উত্তর দেয়ার শেষ সময় আগামী ৭২ ঘণ্টা..

১৫ ই মে, ২০১৫ বিকাল ৫:০৫

পুরান পরিচিত জনঃ

"ভাই, স্লামলাইকুম।"

"অলাইকুম সালাম। কী অবস্থা কেমন আছেন?"

"আর ভালো কই, ভাই বেরাদর গো খোঁজ খবর নেন না।"

"তারপর কী খবর বলেন....?"

"পাশ দিয়া যাইতে ছিলাম, ভাবলাম ভাইজানের লগে একটু দেখা কইরা যাই। একটু খোঁজ-খবর নেই।"

"অ আচ্ছা।"

"আইলাম। দেখি চা-পানি খাওনের লেইগা কিছু পাওয়া যায় নি।"

"অভাবে আছি। ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো না। গত মাসে অনেক টাকা লস দিসি। চেহারা সুরুতের অবস্থা দেখেন না!"

"আমরা তো ভাই সব সময় আই না।"

"আচ্ছা নেন এই ৫০ টাকা আছে। ভাগজোগ কইরা খান।"

"ভাই চাইর-পাঁচজন মানুষ আইছি। একশডা টাকা পুরাইয়া দেন।"

মুখে বিরক্তিভাব এনে মানি ব্যাগ হাতড়ে টাতড়ে আরও ৫০ টাকা বের করে, "আচ্ছা নেন নেন। বহুত খারাপ অবস্থা চলতাসে ভাই...।"

"আসি ভাই। স্লামলাইকুম।"

"অলাইকুম সালাম।"

নতুন অপরিচিত জনঃ

প্রথমেই দারোয়ানকে ধমক দিয়ে "অই ভিতরে কে আছে? গেট খোল।"

" জ্বি অনুমতি ছাড়া ঢোকা নিষেধ।"

"মিয়া ফাইজলামি করো? গেট খোল।" কণ্ঠের স্বর আরও চওড়া।

দারোয়ান ভয় পেয়ে যায় এবং গেট খুলে দেয়।

অফিসে ঢুকে খুব ভাব নিয়ে সটান হয়ে দাঁড়িয়ে, "এই প্রতিষ্ঠানের মালিক কে?"

"আমার বাবা। আপনি ভেতরে ঢুকলেন কী করে? অনুমতি নিয়েছেন? এই গেটে কে আছে??"

খানিক থতমত খেয়ে, "আমাদের ঢুকলে অনুমতি নিতে হবে নাকি?"

"কেন এটা আপনার বাসা-বাড়ি নাকি?"

আরেকটু থতমত খেয়ে, "এভাবে কথা বলছেন কেন? আমাদের সাথে কীভাবে কথা বলতে হয় আপনি জানেন না?"

"হুম জানি।"

"তাহলে এভাবে কথা বলছেন কেন?"

"বলছি, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না তাই। এখন যান আমি বের হবো। তাড়া আছে।"

....থতমত খেয়ে চোয়াল শক্ত করে তিনি চলে যান।

......এক মাস পর আবার নতুন অপরিচিত জনঃ

"ভাই, স্লামলাইকুম।"

"অলাইকুম সালাম। কী অবস্থা কেমন আছেন?"

"আর ভালো কই, ভাই বেরাদর গো খোঁজ খবর নেন না।"

"তারপর কী খবর বলেন....?"

"পাশ দিয়া যাইতে ছিলাম, ভাবলাম ভাইজানের লগে একটু দেখা কইরা যাই। একটু খোঁজ-খবর নেই।"

"অ আচ্ছা।"

"আইলাম। দেখি চা-পানি খাওনের লেইগা কিছু পাওয়া যায় নি।"

"অভাবে আছি। ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো না। গত মাসে অনেক টাকা লস দিসি। চেহারা সুরুতের অবস্থা দেখেন না!"

"আমরা তো ভাই সব সময় আই না।"

"আচ্ছা নেন এই ৫০ টাকা আছে। ভাগজোগ কইরা খান।"

"ভাই চাইর-পাঁচজন মানুষ আইছি। একশডা টাকা পুরাইয়া দেন।"

মুখে বিরক্তিভাব এনে মানি ব্যাগ হাতড়ে টাতড়ে আরও ৫০ টাকা বের করে, "আচ্ছা নেন নেন। বহুত খারাপ অবস্থা চলতাসে ভাই...।"

"আসি ভাই। স্লামলাইকুম।"

"অলাইকুম সালাম।"


উপরের কথোপকথনগুলোতে আমার সাথে কে রয়েছেন.... বলতে পারলে তার ঠিকানায় পুরুস্কার স্বরূপ চলে যাবে আমার লেখা যে কোন একটি বই। সঠিক উত্তর দেয়ার শেষ সময় আগামী ৭২ ঘণ্টা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৫ রাত ৮:৩৯

ভারসাম্য বলেছেন: পুলিশ?

২| ১৬ ই মে, ২০১৫ রাত ২:৩৬

দুঃখিত বলেছেন: পুলিশ মানে ঠোলা :প

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.