নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

সবাই একসঙ্গে বলে উঠলো, "সরি ভাইয়া! আর কখনো করবো না..."

১৬ ই জুন, ২০১৫ রাত ৯:৫৯

দুপুরে এলাকার রাস্তা ধরে হাঁটছিলাম। লক্ষ্য করে দেখলাম, স্কুলের পোশাক পরিহিত একজন ছাত্রী ওয়ালের পাশ ঘেঁষে একেবারে কাচুমাচু হয়ে হাঁটছে। আর তারই পেছনে হাঁটছে দশ-বারো জন ছেলের একটি দল। তাদের পরনেও ধবধবে সাদা স্কুলের পোশাক।

ছেলেদের কেউ কেউ হাতে তালি দিচ্ছে। কেউ গানের কলি আওড়াচ্ছে। কেউ কেউ অশোভন অঙ্গভঙ্গি করছে। আশপাশ দিয়ে অনেকেই হেঁটে যাচ্ছেন। কিন্তু কেউই বিষয়টি ভ্রুক্ষেপ করছেন না।

ছেলেদের কাছে ডাকলাম আমি। ডাকশুনে তারা খানিকটা অবাক হয়ে তাকালো।

"কোন ক্লাসে পড়ো তোমরা?"

"নাইন এ।"

"গুড।"

"ঐ মেয়েটি কোন স্কুলে পড়ে?"

"আমাদের স্কুলেই এইটে পড়ে।"

"ভালো। তোমাদের স্কুলেরই একটা ছোটবোন তোমাদের আচরণে ভয় ও লজ্জায় কেমন কাচুমাচু হয়ে রাস্তার একপাশ ঘেঁষে হাঁটছে বিষয়টি দেখে তোমাদের লজ্জা করছে না?"

সবাই মাথা নিচু করে আছে। চোখে মুখে তাদের লজ্জার আভা ফুটে ওঠেছে। বুঝতে পারলাম, তারা লজ্জিত ও অনুতপ্ত ।

"তোমাদের সবাইকে খুব ভালো আর ভদ্র বলে মনে হচ্ছে। কিন্তু তোমরা..."

সবাই একসঙ্গে বলে উঠলো, "সরি ভাইয়া! আর কখনো করবো না।"

আমার বিশ্বাসও তাই, এই ছেলেগুলো জীবনে আর এমনটি করবে না। তাদের চোখে-মুখে আমি সেরকমটিই দেখতে পেয়েছি।

তারা যে ভুলটি করছে- আমাদের দরকার শুধু সে ভুলটি একটু ধরিয়ে দেওয়া। ভ্রুক্ষেপ না করে পাশ কাটিয়ে যাওয়া নয়। আর হ্যাঁ, শিশু-কিশোরদের কোন বিষয়ে বলতে হলে অবশ্যই প্রথমে তাদের সম্পর্কে পজেটিভ কিছু বলে নিবেন। আমি যেমন বলেছি- তোমাদের খুব ভালো আর ভদ্র বলে মনে হচ্ছে..।



মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৫ সকাল ১১:০১

নীল আকাশ ২০১৪ বলেছেন: এগুলি তাহলে ছাতলীগ করেনা। তাই নিশ্চিত থাপ্পর খাওয়ার হাত থেকে বেঁচে গেছেন।

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৪

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ওটুকুন ছেলে-ফেলে কী ছাত্রলীগ করবে??

২| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৯

জুবায়ের আহমদ বলেছেন: তবে, এখনকার পোলাপাইনদের ভূল ধরিয়ে দিতেগেলেও মাঝে মাঝে ঝামেলায় পড়তে হয়।

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ঝামেলায় পড়তে হলেও তো ভাই এগিয়ে আসতে হবে...

৩| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ১:২৬

কামাল - বলেছেন: valo kaj korte ghele dui ek ta kharap kotha sunte hoy...its a normal think..

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জ্বি ভাই...

৪| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:১৪

সুমন কর বলেছেন: ভালো করেছিলেন।

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ...

৫| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:১৫

তাসজিদ বলেছেন: আজকাল কার পোলাপান এত সহজে ভাল হয়ে যাবার কথা না। হয়ত আপনাকে ভয় পেয়ে বলেছে। আর যদি বাঁদরামি না করে তাহলে ত খুবই ভাল

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হতেও পারে...

৬| ১৭ ই জুন, ২০১৫ রাত ৮:৩৪

উর্বি বলেছেন: আশা করা যায় ............
ভালো লাগল

৭| ১৭ ই জুন, ২০১৫ রাত ৮:৪২

শতদ্রু একটি নদী... বলেছেন: ক্লাস নাইনের বাচ্চা!! এরাও এমন করে ভাবতে কেমন জানি লাগে।

একটা মানসিকভাবে সুস্থ্য নতুন প্রজন্মের প্রত্যাশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.