নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

হাত-পা নাক-চোখ-মুখ থাকলেই কি মানুষ হওয়া যায়?

০১ লা জুলাই, ২০১৫ রাত ১:০৬

গতকাল রাতে ল্যাপটপ অন করার পর বউ বলল- দেখ তো মোল্লা সল্ট এর ঐ বিজ্ঞাপনটা খুঁজে পাওয়া যায় কি-না? আমার খুব দেখতে ই্চ্ছে করছে।
আমি দীর্ঘ নি:শ্বাস ছেড়ে নেটে সার্চ দিলাম। পাপ্পুর মৃত্যুর পর শৈশবের স্মৃতিমাখা বিজ্ঞাপনখানা আমারও দেখতে ইচ্ছে করছিল খুব। এক দিকে নায়ক রাজ রাজ্জাক হাসপাতালে। তার উপর পাপ্পুর মৃত্যু সংবাদ মনটাকে সত্যিই বিষণ্ণ করে রেখেছিল।

অনেক সময় ধরে নেটে সার্চ দিয়েও মোল্লা সল্ট এর সেই বিজ্ঞাপনটি খুঁজে পেলাম না।.... বুকের ভেতরটায় এক ধরণের হাহাকার অনুভব করছিলাম। কিছু একটা না পাওয়ার বেদনায়..।

বিজ্ঞাপনটি না পেলেও ২০০৮ সালে টিভিতে অভিনয় করা পাপ্পুর একটি কৌতুক খুঁজে পেলাম ইউটিউব এ। সেটি দেখলাম। দেখা শেষে নিচের কমেন্টগুলোও পড়লাম ভালো মতো।

কমেন্টগুলো হুবুহু তুলে দিলাম....

"Aj kothai tomar rubbish comedy r kothai tumi....."

"পাপ্পু কি মুসলিম????? এটা কি মুসলিমের পরিচয়???? সব কিছু নিয়ে ফাজলামি ঠিক না??? কবে জানি ওর নিজের মাকে নিয়েও কি বলে ফেলে???

"স্টুপিড"

"khaat and bogus"

"this is gay" (!!)

"...pappu is a fucked up natkir pola"

হাড় কাঁপানো এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুকের গভীর থেকে। গভীর দীর্ঘশ্বাস...।

কেউ ই রেহাই পাচ্ছে না আমাদের নোংরা মানসিকতা আর নোংরা আঙ্গুল এর ডগা থেকে। নাসির হোসেনের আদরের ছোট বোন, সাকিব-তামিম-মুশফিকের স্ত্রী- এমনকি মৃত পাপ্পুও না। কেউ ই না.........। জীবিত কিংবা মৃতের কোন ভেদাভেদ নেই আমাদের কাছে। কার বোন, কার মা, কার স্ত্রী- তাতে কীইবা যায় আসে আমাদের?? কাউকে অপমান আর হেয় করার ভেতরই যেন সব সুখ আর হিংস্র উল্লাস নিহিত রয়েছে আমাদের।

আমরা কি সত্যিই মানুষ?? ভেবে পাই না সত্যি...... । হাত-পা নাক-চোখ-মুখ থাকলেই কি মানুষ হওয়া যায়?

না-কি মুনষ্যত্ব নামক একটা বিষয়ও থাকা চাই ভেতরে??




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.