![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
এই পৃথিবীতে কেউ কেউ এমনও আছেন, যারা শুধু সত্যকে আঁকড়ে ধরেই পড়ে থাকেন। সত্য সে যতই ক্ষুদ্র হওক না কেন, সত্যের বিকৃতি কখনো করেন না তারা। তারা জানেন ....শুধুমাত্র যা সত্য নয়- সেটা বলাই মিথ্যা নয়, সত্যকে বাড়িয়ে বলাটাও একপ্রকার মিথ্যা। অনেক বড় ধরণের মিথ্যা।
আমাদের হৃদয়ের বেলায়ও তাই। আমরা হৃদয় দিয়ে যা অনুভব করছি, তারচে বেশি বলাটাও মিথ্যা। জীবনকে সরলতর করতে আমরা সবাই প্রতিটি দিন এ কাজটি করে থাকি।
এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছেন সূর্যের মতো। যাদের আলো দূর করে দেয় সকল অন্ধকার ও ছায়া। কখনও কখনও তারা দারুণ আবেগী আবার কখনো একেবারেই আবেগ বিবর্জিত মানুষ.....। কেউ কেউ আছেন যারা অবিচল। যারা নিগূঢ় ভালোবাসা দ্বারা তাড়িত। পরম এবং সত্যের প্রতি ভালোবাসা.......।
জীবন ও অনুভূতিজাত এই সত্য আজো সমাজের চোখে ক্ষতিকর মনে হলেও, এটাকে বাদ দিয়ে আত্মজয় কিংবা বিশ্বজয় কখনোই সম্ভব হবে না।
©somewhere in net ltd.